রাজবাড়ির মূর্তি চুরির অভিযোগ

রাজবাড়ির ঠাকুর ঘরে নকল শিলামূর্তি বসিয়ে আসল প্রাচীন শিলামূর্তি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এমনই ভাবে চুরি হয়েছে বলে অভিযোগ তুলেছেন বড়জোড়ার মালিয়াড়া রাজবাড়ির সদস্যেরা। রবিবার ঘটনাটি তাঁরা লিখিত ভাবে পুলিশকে জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০১৪ ০০:৫২
Share:

রাজবাড়ির ঠাকুর ঘরে নকল শিলামূর্তি বসিয়ে আসল প্রাচীন শিলামূর্তি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এমনই ভাবে চুরি হয়েছে বলে অভিযোগ তুলেছেন বড়জোড়ার মালিয়াড়া রাজবাড়ির সদস্যেরা। রবিবার ঘটনাটি তাঁরা লিখিত ভাবে পুলিশকে জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে।

Advertisement

রাজবাড়ির সদস্যদের দাবি, চুরি যাওয়া বিষ্ণু রঘুনাথজিউ-র মূর্তিটি শালগ্রাম শিলার। প্রায় ৫০০ বছরের প্রাচীন। এই বিষ্ণু রঘুনাথজিউ রাজবাড়ির কুলদেবতা। কেবলমাত্র পুরোহিতই এই শিলামুর্তি ছুঁয়ে পুজো করতে পারেন। গত প্রায় তিন মাস মুর্তিটি ফুল দিয়ে ঢেঁকে রাখা ছিল। ফলে সেই মূর্তির অল্প কিছু অংশ ছাড়া বাকি দেখাই যেত না। শনিবার রাজবাড়ির সদস্যেরা পুরোহিতকে ফুল সরিয়ে মূর্তি দেখাতে বলেন। আর তারপরই পরিবারের লোকেদের সন্দেহ হয়, যে মূর্তি বদল হয়েছে। এরপর পুরোহিতের উপরেই তাঁদের প্রাথমিক ভাবে সন্দেহ হয়। প্রাচীন শিলামূর্তির ছবির সঙ্গে নতুন শিলামূর্তির তুলনা করে তাঁদের কাছে ঘটনাটি স্পষ্ট হয়ে যায়।

রাজ পরিবারের অন্যতম সদস্য দেবাশিস চন্দ্রাধ্বূর্য্যউ, সঞ্জয় চন্দ্রাধ্বূর্য্যউ বলেন, “প্রায় ৫০০ বছরের প্রাচীন ওই শিলামূর্তি চুরি করা হয়েছে। মূর্তিটি আমাদের পরিবারের ঐতিহ্য। পুলিশ তদন্ত করে দোষীকে খুঁজে বের করুক।” এই ঘটনার জন্য তাঁরা পুরোহিতকেই দায়ী করছেন। তাঁদের বক্তব্য, পুরোহিতের উপরেই ঠাকুরের সব দায়িত্ব ছিল। তাঁরা কেউ ওই মূর্তিতে হাত দিতেন না। পুরোহিত চুরির দায় অস্বীকার করেছেন। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন এসপি মুকেশ কুমার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement