শুরু পাঁচ দিনের বিষ্ণুপুর মেলা

বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বিষ্ণুপুর হাইস্কুল এবং কে জি ইঞ্জিনিয়ারিং কলেজের মাঠে বুধবার বিকেলে শুরু হল পাঁচদিনের ২৮তম বিষ্ণুপুর মেলা। উদ্বোধন করেন মেলা কমিটির সভাপতি তথা রাজ্যের বস্ত্র মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘‘বিষ্ণুপুরের কালজয়ী শিল্প-সংস্কৃতিকে তুলে ধরার উদ্দেশ্য নিয়ে বিষ্ণুপুর মেলার যে সূচনা হয়েছিল তা আজ জেলা ও রাজ্য ছাড়িয়ে জাতীয় স্তরে পরিচিতি পেয়েছে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৫ ০২:২৩
Share:

বিষ্ণুপুর মেলার সূচনা। শুভ্র মিত্রের তোলা ছবি।

বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বিষ্ণুপুর হাইস্কুল এবং কে জি ইঞ্জিনিয়ারিং কলেজের মাঠে বুধবার বিকেলে শুরু হল পাঁচদিনের ২৮তম বিষ্ণুপুর মেলা। উদ্বোধন করেন মেলা কমিটির সভাপতি তথা রাজ্যের বস্ত্র মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘‘বিষ্ণুপুরের কালজয়ী শিল্প-সংস্কৃতিকে তুলে ধরার উদ্দেশ্য নিয়ে বিষ্ণুপুর মেলার যে সূচনা হয়েছিল তা আজ জেলা ও রাজ্য ছাড়িয়ে জাতীয় স্তরে পরিচিতি পেয়েছে।’’

Advertisement

মেলায় এ বার জেলার হস্ত ও কুটির শিল্পীরা ২০৭টি স্টলে নিজেদের পসরা সাজিয়েছেন। তেমনই রাজ্যের অন্য জেলার শিল্পীরাও বিভিন্ন স্টলে মেলে ধরেছেন নিজেদের শিল্প-সামগ্রী। বিষ্ণুপুরের ধ্রুপদ, জেলার ভাদু, টুসু, ঝুমুর, বাউল গানের সঙ্গে মেলার চারটি মঞ্চে শোনা যাচ্ছে মুম্বই-কলকাতা সহ রাজ্যের অন্যান্য জেলার শিল্পীদের গানও। এ দিন সকালে মেলার মাঠ সংলগ্ন এলাকায় একটি সংগঠনের সাঁটা কিছু পোস্টারকে ঘিরে বিভ্রান্তি ছড়ায়। পরে খবর পেয়ে পুলিশ তা খুলে নিয়ে যায়। মেলা কমিটির সদস্য সচিব তথা বিষ্ণুপুরের মহকুমা শাসক পার্থ আচার্য জানান, এ বারও মেলায় বাঁকুড়া জেলা ও রাজ্যের বিভিন্ন প্রান্তের হস্তশিল্পীরা তাঁদের পসরা নিয়ে বসেছেন। সরকারের বেশ কয়েকটি দফতরও স্টল রয়েছে। মেলা চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement