শিশু উদ্ধার

রাস্তার পাশ থেকে উদ্ধার হল এক সদ্যোজাত শিশুপুত্র। বৃহস্পতিবার সকালে আদ্রা থানার গগনাবাইদ পঞ্চায়েতের টুপারডি গ্রামের অদূরে একদিন বয়সের শিশুটিকে উদ্ধার করে পুলিশ। আদ্রার মণিপুর গ্রামের চাইল্ড লাইনে কর্মীরা শিশুটিকে কাশীপুরের কল্লোলী ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৫ ০১:৫৭
Share:

রাস্তার পাশ থেকে উদ্ধার হল এক সদ্যোজাত শিশুপুত্র। বৃহস্পতিবার সকালে আদ্রা থানার গগনাবাইদ পঞ্চায়েতের টুপারডি গ্রামের অদূরে একদিন বয়সের শিশুটিকে উদ্ধার করে পুলিশ। আদ্রার মণিপুর গ্রামের চাইল্ড লাইনে কর্মীরা শিশুটিকে কাশীপুরের কল্লোলী ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরে সন্ধ্যায় তাকে পুরুলিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। চাইল্ড লাইনের কর্মী মন্টু মাহাতো জানান, শিশুটির প্রাথমিক পরিচর্যা হয়েছে। শিশুটি সুস্থ রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement