শিশু ও কিশোরদের সংগঠন ‘দীপাবলি সব পেয়েছি আসর’-এর ৩৪ তম বার্ষিক শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতা হল। রবিবার বড়জোড়া হাইস্কুলের মাঠে প্রতিযগিতাটি হয়। উদ্যোক্তা সংগঠনের সভাপতি জয়দেব সাহা জানান, প্রতিযোগিতার সাতটি বিভাগের ১৫টি ইভেন্টে যোগ দিয়েছিল এলাকার শিশু কিশোররা। প্রতিযোগিতার শেষে পুরস্কার বিতরণ করা হয়।