শিশু বিজ্ঞান কংগ্রেসে সেরার দলে রিমারা

জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসে বীরভূম পেল সফলতা। দেশের সেরা কুড়িটি প্রকল্পের মধ্যে জায়গা করে নিল সাঁইথিয়া থানার ফুলুর পঞ্চায়েতের দেবেশ্বরতলা নিত্যানন্দ ব্রহ্মচর্য শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী রিমা মণ্ডল এবং তার দল। রবিবার একটি সাংবাদিক বৈঠক এ কথা জানান জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের বীরভূম জেলা সমন্বয়কারী সংস্থা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বোলপুর শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০১৫ ০০:৫৯
Share:

(বাঁ দিক থেকে) রিতা, শুক্লা, রিমা ও বৈশাখী। —নিজস্ব চিত্র

জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসে বীরভূম পেল সফলতা। দেশের সেরা কুড়িটি প্রকল্পের মধ্যে জায়গা করে নিল সাঁইথিয়া থানার ফুলুর পঞ্চায়েতের দেবেশ্বরতলা নিত্যানন্দ ব্রহ্মচর্য শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী রিমা মণ্ডল এবং তার দল। রবিবার একটি সাংবাদিক বৈঠক এ কথা জানান জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের বীরভূম জেলা সমন্বয়কারী সংস্থা।

Advertisement

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তন্ময় মণ্ডল এবং জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের জেলা যুগ্ম সমন্বয়ক তারক বন্দ্যোপাধ্যায় ও সুপ্রিয় সাধু জানান, দেশের মোট ৮৫০টি প্রকল্প এই প্রতিযোগিতায় যোগ দিয়েছিল। তাদের মধ্যে পশ্চিম বাংলা থেকে ৩০টি প্রকল্প জাতীয় স্তরের জন্য নির্বাচিত হয়েছিল। এদের মধ্যে পশ্চিমবঙ্গের তিনটি প্রকল্প সেরা কুড়ির মধ্যে জায়গা করে নিয়েছে।

৩১ ডিসেম্বর বেঙ্গালুরুতে এই প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মান পেয়েছে ওই ছাত্রীরা। প্রকল্পের গাইড শিক্ষক শুভজিত্‌ রায় বলেন, “পুকুরের বাস্তুতন্ত্রে শৈবালের উপর আবহাওয়ার প্রভাব শীর্ষক প্রকল্প নিয়ে কাজ করেছে চার ছাত্রী। সপ্তম শ্রেণির রিমা মণ্ডল ওই গ্রুপের লিডার। তাঁর দলে বিদ্যালয়ের ছাত্রী রিতা বাগদী, শুক্লা মণ্ডল, বৈশাখী বাগদীরা রয়েছে।” ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন