জাতীয় সড়কের ধার থেকে উদ্ধার হল সদ্যোজাত এক শিশুকন্যার দেহ। বুধবার সকালে পুরুলিয়া-বাঁকুড়া (৬০-এ) জাতীয় সড়কের ধারে পুরুলিয়ার মফস্সল থানা এলাকার বিড়গিড়ি গ্রামের অদূরে সড়কের ধারে একটি কাপড়ে মোড়া অবস্থায় ছিল ওই সদ্যোজাত শিশু। শিশুকন্যাটিকে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।