আঙুলের চাপেই মিলবে মামলার তথ্য 

যেমন মামলার কী অবস্থায় রয়েছে, পরবর্তী শুনানির তারিখ, শেষ কবে মামলায় শুনানি হয়েছিল, এই সমস্ত তথ্যই জানা যাবে ওই যন্ত্র থেকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পুরুলিয়া শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৯ ০১:০৫
Share:

সোমবার দুপুরে পুরুলিয়া জেলা আদালতে। —নিজস্ব চিত্র।

যন্ত্রে আঙুলের হালকা ছোঁয়ায় মিলবে আদালতে দায়ের হওয়া মামলার খুটিনাটি তথ্য। সোমবার দুপুরে এই পরিষেবা চালু হল পুরুলিয়া জেলা আদালতে। পরিষেবার সূচনা করেন পুরুলিয়া জেলা আদালতের বিচারক হরগোবিন্দ সিং।

Advertisement

জেলা আদালতের দোতলার বারান্দায় এটিএমের মত দেখতে একটি যন্ত্র রাখা হয়েছে। পরিষেবার নোডাল অফিসার বিচারক গৈরিক রায় জানিয়েছেন, পুরুলিয়া জেলা আদলতের বিভিন্ন এজলাসে চলা মামলা সম্পর্কে তথ্য মিলবে সেই যন্ত্র গৈরিকবাবু জানান, পুরুলিয়া জেলা আদালতে মোট ১৫টি এজলাস রয়েছে। সেই এজলাসে চলা মামলাগুলি সম্পর্কে সাধারণ মানুষের তথ্য জানার ইচ্ছা থাকলে তাঁরা এই কিয়স্ক থেকে জানতে পারবেন। কিয়স্কটির নাম ‘কিয়স্ক ফর কেস ইনফরমেশন সিস্টেম’।

যেমন মামলার কী অবস্থায় রয়েছে, পরবর্তী শুনানির তারিখ, শেষ কবে মামলায় শুনানি হয়েছিল, এই সমস্ত তথ্যই জানা যাবে ওই যন্ত্র থেকে। এই পরিষেবার সিষ্টেম অফিসার অশোক কুমার জানান, ‘‘এটিএমের স্ক্রিনে যেমন তথ্য ফউটে ওঠে, তেমনই ওই যন্ত্রের স্ক্রিনে দেখা যাবে এজলাসের নাম। সংশ্লিষ্ট এজলাসের মান লেখা বোতামে চাপ দিলেই মামলার রেজিষ্ট্রেশন নম্বর বা সংশ্লিষ্ট মামলার নম্বর জানতে চাইবে যন্ত্র। নির্দিষ্ট জায়গায় সেই নম্বরটি দিয়ে ‘ক্লিক’ করলেই মামলার বিশদ তথ্য ভেসে উঠবে স্ক্রিনে।’’ কোনও মামলায় শেষবারের শুনানিতে বিচারক কী নির্দেশ দিয়েছেন, প্রয়োজনে তার উপরেও চোখ বুলিয়ে নেওয়া যাবে। তবে ওই কিয়স্ক থেকে মামলার তথ্যের ‘প্রিন্ট’ নেওয়ার কোনও ব্যবস্থা নেই।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন