—প্রতিনিধিত্বমূলক চিত্র।
সাম্প্রতিক অশান্তির ঘটনা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ ওঠার পরে রবীন্দ্রনগর থানার আইসি মুকুল মিয়াঁকে দার্জিলিংয়ে বদলি করা হল। মহেশতলার এসডিপিও কামরুজ্জামান মোল্লাকেও রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীর তৃতীয় ব্যাটেলিয়ানে বদলি করা হয়েছে বলে সূত্রের খবর। মহেশতলার নতুন এসডিপিও হয়েছেন রবীন্দ্রনগরের প্রাক্তন আইসি রেজাউল কবীর। রবীন্দ্রনগরের নতুন আইসি পদে মালদহের রতুয়ার সার্কল ইনস্পেক্টর সুজনকুমার রায় দায়িত্ব নিচ্ছেন, খবর ডায়মন্ড হারবার পুলিশ জেলা সূত্রের।
এ প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “মুকুল মিয়াঁকে বাধ্য হয়ে বদলি করা হয়েছে। উনিই আসল দোষী, গ্রেফতার করতে হবে ওঁকে। উনি এসপি-কে নয়, ভাইপোর পিএ-কে রিপোর্ট করতেন। ওঁকে নিয়ন্ত্রণ করা হত ক্যামাক স্ট্রিট থেকে। তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদারের পাল্টা বক্তব্য, “শুভেন্দু রাজনৈতিক লাভের আশায় এনআইএ চাইছেন। জাদুকরেরা বাতাস থেকে খরগোশ আনেন। শুভেন্দু আকাশ থেকে অভিযোগ আনছেন। পুরোপুরি মিথ্যা বলছেন।”
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে