তৃণমূলে ফিরতে চান রাধাকান্ত

তৃণমূল ছেড়ে গত নভেম্বরে গিয়েছিলেন বিজেপি-তে। মুকুল রায়ের হাত ধরে। পঞ্চায়েত ভোটের আগে আবার তৃণমূলেই ফিরতে চান প্রাক্তন বিধায়ক রাধাকান্ত মাইতি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৮ ০৩:১৫
Share:

রাধাকান্ত মাইতি। ফাইল চিত্র

তৃণমূল ছেড়ে গত নভেম্বরে গিয়েছিলেন বিজেপি-তে। মুকুল রায়ের হাত ধরে। পঞ্চায়েত ভোটের আগে আবার তৃণমূলেই ফিরতে চান প্রাক্তন বিধায়ক রাধাকান্ত মাইতি।

Advertisement

বিজেপি-তে গিয়েও কোনও দায়িত্ব বা পদ পাননি ডেবরার রাধাকান্তবাবু। চার মাসের মাথায় তিনি তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়েছেন ফিরতে চেয়ে। সঙ্গে ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি। ডেবরার প্রাক্তন বিধায়ক রাধাকান্তবাবু শুক্রবার তৃণমূল ভবনে গিয়ে বক্সীর সঙ্গে দেখা করেন। তার পরে এ দিনই বিধানসভায় গিয়ে দেখা করেন পার্থবাবুর সঙ্গে। দলে ফিরতে চাইছেন শুনে পার্থবাবুর প্রশ্ন ছিল, কেন যে গিয়েছিলেন? রাধাকান্তবাবু জবাব দিয়েছেন, ভুল হয়ে গিয়েছিল। শুনে পার্থবাবু আবার তাঁকে দেখা করতে বলেন।

পরে রাধাকান্তবাবু অবশ্য বলেছেন, ‘‘বক্সীদা ডেকেছিলেন। তাই দেখা করতে গিয়েছিলাম। এর বেশি কিছু বলতে পারব না।’’ রাধাকান্তবাবু ২০১৬ সালের বিধানসভা ভোটে দলের টিকিট পাননি। তখন থেকেই তৈরি হয়েছিল দূরত্ব। অভিমানে দল ছেড়ে যাওয়া বা সরে থাকা পুরনো কর্মীদের ফের মূলস্রোতে নিয়ে আসতে বারবারই পরামর্শ দিচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সূত্র মেনে রাধাকান্তবাবুকেও শীঘ্রই দলের কাজে ফিরিয়ে নেওয়া হবে বলে তৃণমূল সূত্রের ইঙ্গিত।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন