আসিম মুনিরের হাতে সৌদি আরবের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান তুলে দিচ্ছেন সে দেশের প্রতিরক্ষামন্ত্রী যুবরাজ খালিদ বিন সালমান বিন আবদুল আজিজ়। ছবি: এক্স।
পাকিস্তানের সেনা সর্বাধিনায়ক ফিল্ড মার্শাল আসিম মুনিরকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দিল সৌদি আরব! রবিবার মুনিরের হাতে ওই সম্মান তুলে দিয়েছেন সৌদির প্রতিরক্ষামন্ত্রী যুবরাজ খালিদ বিন সালমান বিন আবদুল আজিজ়। সৌদি আরব ও পাকিস্তানের দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্কের উন্নতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্যই এই সম্মান দেওয়া হয়েছে মুনিরকে।
স্থানীয় সময় অনুযায়ী, রবিবার রিয়াধে মুনিরের হাতে কিং আবদুল আজিজ় পদক (সর্বোচ্চ শ্রেণি) তুলে দিয়েছেন সে দেশের প্রতিরক্ষামন্ত্রী। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)-র প্রতিবেদন সূত্রে খবর, দুই পবিত্র মসজিদের খাদেম তথা বাদশা সালমানের নির্দেশেই এই পদক দেওয়া হয়েছে মুনিরকে। দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা আও জোরদার করতে পাক সেনা সর্বাধিনায়কের ‘অসামান্য অবদান’-এর স্বীকৃতি হিসাবে তাঁকে এই সম্মানে ভূষিত করা হয়েছে। পদক দেওয়ার পর যুবরাজ খালিদ এবং মুনিরের বৈঠকও হয়েছে। বৈঠকে দুই দেশের দীর্ঘ দিনের সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা, প্রতিরক্ষা সহযোগিতা এবং আন্তর্জাতিক শান্তি রক্ষায় যৌথ প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়েছে বলে খবর।
কিং আবদুল আজিজ় পদক পাঁচ ধরনের হয়— সর্বোচ্চ, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ শ্রেণি। সর্বোচ্চ শ্রেণির কিং আবদুল আজিজ় শ্রেণির পদকটিই সে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান। চলতি বছরেই পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে একটি কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তাতে বলা হয়েছে, চুক্তিবন্ধ দুই রাষ্ট্রের কোনও একটির বিরুদ্ধে যে কোনও ধরনের আগ্রাসন হলে তা দুই দেশের উপর আক্রমণ হিসাবে বিবেচিত হবে। তা ছাড়া, সাম্প্রতিক অতীতে বার বারই পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা ও কৌশলগত সম্পর্ক উন্নত করার চেষ্টা করেছেন সৌদি সামরিক নেতৃত্ব। সেই আবহেই ফিল্ড মার্শাল মুনিরকে সম্মানিত করল সৌদি আরব।