বেতন-বঞ্চনায় ক্ষোভ রেলে সাফাইকর্মীদের

অভিযোগের সুরাহা চেয়ে চার দিন কর্মবিরতিও করেছেন প্রায় সাড়ে ৩০০ সাফাইকর্মী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৯ ০৩:৫৭
Share:

ছবি: সংগৃহীত।

পূর্ব রেলের টিকিয়াপাড়া ডিভিশনের সাফাইকর্মীদের প্রাপ্য বেতন না দেওয়ার অভিযোগ উঠল ঠিকাদারের বিরুদ্ধে।

Advertisement

বিজেপির ভারতীয় জনতা মজদুর সেল অনুমোদিত শ্রমিক সংগঠন ইস্টার্ন অ্যান্ড সাউথ ইস্টার্ন রেলওয়ে মেনটেনেন্স কনট্র্যাক্টর শ্রমিক ইউনিয়নের অভিযোগ, প্রতি ৮ ঘণ্টা কাজে রেল তাঁদের জন্য ৫৮৪ টাকা বরাদ্দ করলেও ঠিকাদার তাঁদের প্রতি ২৪ ঘণ্টা কাজে ৫০০ টাকা দেন। রেল তাঁদের প্রভিডেন্ট ফান্ড এবং ইএসআই-এর সুবিধাও দিয়েছে। কিন্তু ঠিকাদার সেই টাকা ঠিকমতো জমা দিচ্ছেন কি না, তার কোনও নথি তাঁদের কাছে নেই। এই দুই অভিযোগের সুরাহা চেয়ে চার দিন কর্মবিরতিও করেছেন প্রায় সাড়ে ৩০০ সাফাইকর্মী। ইউনিয়নের সভাপতি সুনীল কোলের বক্তব্য, ‘‘আমরা ওই ঠিকাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আদালতে যাব। আর ওঁর বিরুদ্ধে আমাদের আরও অভিযোগ আছে। উনি রেলের যন্ত্রাংশ অবৈধ ভাবে বিক্রি করেন। সে বিষয়েও নির্দিষ্ট জায়গায় আমরা অভিযোগ জানাব।’’ ঠিকাদার বি কে সিংহ অবশ্য পাল্টা বলেন, ‘‘সব অভিযোগ মিথ্যা। আমি সব সাফাইকর্মীর প্রাপ্য মিটিয়ে দিই। কিছু কম দিই না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন