কলকাতায় ঝড়বৃষ্টির সম্ভাবনা চলতি সপ্তাহেই। —ফাইল চিত্র।
অবশেষে গরমে স্বস্তির বাণী শোনাল আলিপুর আবহাওয়া দফতর। চলতি সপ্তাহেই ঝড়বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। ফলে পারদও বেশ খানিকটা নামতে চলেছে। বৃষ্টি হতে পারে কলকাতাতেও। তবে আরও কিছু দিন অস্বস্তিকর ভ্যাপসা গরম সহ্য করতে হবে।
বুধবার বিশেষ বুলেটিন জারি করে হাওয়া অফিস জানিয়েছে, পূর্ব বিহার এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের পাহাড়ি এলাকার উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই অঞ্চল থেকে দক্ষিণ ছত্তীসগঢ় পর্যন্ত অক্ষরেখাটি এখন ঝাড়খণ্ড, বিদর্ভ, তেলঙ্গানার উপর দিয়ে বিস্তৃত। পশ্চিম-দক্ষিণ পশ্চিম দিক থেকে হাওয়া বইছে এবং সূর্যের তেজ প্রখর। এই পরিস্থিতিতে ১৫ মে, বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশ গরমের অস্বস্তি জারি থাকবে। তাপপ্রবাহ না-হলেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তার পর এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে।
কলকাতা, হাওড়া, হুগলি ছাড়া বুধবার দক্ষিণের সব ক’টি জেলাতেই বিক্ষিপ্ত ভাবে দু’-এক পশলা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। একই পূর্বাভাস হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। দক্ষিণের বাকি জেলাগুলিতে বৃহস্পতিবার কমলা সতর্কতা জারি রয়েছে। বৃষ্টির সঙ্গে ঝড়ের গতি হতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত। আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গে আগামী শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। বাকি দুই জেলাতেও ঝড়বৃষ্টি হবে। তবে মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম থাকবে।
বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৮ ডিগ্রি বেশি। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা প্রায় স্বাভাবিক। দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমতে পারে। আগামী দু’দিন তাপমাত্রা একই থাকবে, তার পরের তিন দিনে ধীরে ধীরে পারদ নামতে পারে দুই থেকে তিন ডিগ্রি। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচ দিনে তাপমাত্রার পরিবর্তনের তেমন সম্ভাবনা নেই।