কলকাতায় টানা দু’দিন ঝড়বৃষ্টির সম্ভাবনা। —ফাইল চিত্র।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে টানা দু’দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে চলবে ভারী বর্ষণ। দুর্গাপুজোর আর এক মাসও বাকি নেই। তবে এখনও আবহাওয়া নিয়ে তেমন সুখবর শোনাতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর। কারণ বর্ষা এখনও সক্রিয়। নতুন করে এখনই কোনও নিম্নচাপ অঞ্চল নেই। তবে রয়েছে মৌসুমি অক্ষরেখা। যে কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। তাই রাজ্যে এখন বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, এখন প্রতি দিনই রাজ্যের নানা প্রান্তে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। তবে শনিবার বা রবিবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় আলাদা করে আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা নেই। সোমবার থেকে বৃষ্টি শুরু হবে। কলকাতা এবং দক্ষিণের সব জেলাতেই সোমবার এবং মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা বেশি। রবিবার থেকে শুক্রবার পর্যন্ত টানা ভারী বৃষ্টি চলবে জলপাইগুড়িতে। এ ছাড়া আলিপুরদুয়ারে রবিবার থেকে বুধবার পর্যন্ত, কালিম্পঙে সোমবার পর্যন্ত, কোচবিহারে মঙ্গলবার এবং দার্জিলিঙে শুধু সোমবার ভারী বৃষ্টি হতে পারে। বাকি দিনগুলিতে উত্তরের এই সমস্ত জেলায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৩ ডিগ্রি বেশি। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৮ ডিগ্রি বেশি।