West Bengal Weather Update

সপ্তাহান্তে কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সতর্কতা, দুর্যোগের পূর্বাভাস উত্তরেও

শনিবার কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সব জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৫ ১৯:১৩
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

রাজ্য থেকে নিম্নচাপ সরে গিয়েছে। তবে মৌসুমি অক্ষরেখা এখনও সক্রিয়। সে কারণে বর্ষার বৃষ্টি চলবে। সপ্তাহান্তে দক্ষিণের জেলাগুলিতে ঝড়বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। সে জন্য সতর্কতা জারি করা হয়েছে কলকাতা-সহ দক্ষিণের সব জেলায়। উত্তরেও রয়েছে দুর্যোগের পূর্বাভাস।

Advertisement

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বিকানের, দাতিয়া থেকে দক্ষিণ-পূর্ব উত্তরপ্রদেশের উপরে থাকা নিম্নচাপের উপর দিয়ে মৌসুমি অক্ষরেখা পূর্বে পুরুলিয়া, দিঘার উপর দিয়ে চলে গিয়েছে। তার প্রভাবেই রাজ্যের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে।

দক্ষিণবঙ্গের সব জেলায় আগামী বুধবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার ঝড়বৃষ্টির জন্য উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলায় বৃষ্টি হলেও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। শনিবার কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সব জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

Advertisement

হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের আট জেলাতেও আগামী বুধবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে কোনও কোনও জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টি হতে পারে। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। কোচবিহার, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে। আগামী সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পঙে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী বুধবার ভারী বৃষ্টি হতে পারে কালিম্পঙে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement