বৃহস্পতিবার দুপুরে কলকাতায় বৃষ্টি। ছবি: পিটিআই।
সকাল থেকে কলকাতার আকাশে মাঝেমধ্যেই মেঘের দেখা মিলেছে। রোদ থাকলেও কোথাও কোথাও বৃষ্টি হয়েছে কলকাতায়। তবে দুপুর গড়াতেই আকাশ কালো করে বৃষ্টি নামল শহরে। কলকাতার পাশাপাশি সল্টলেক এবং আশপাশের অন্য এলাকাগুলিতেও মুষলধারে বৃষ্টি নেমেছে। ঘন ঘন মেঘের গর্জন শোনা গিয়েছে।
ঘূর্ণিঝড় মোন্থার সরাসরি কোনও প্রভাব পড়েনি পশ্চিমবঙ্গের উপর। ঘূর্ণিঝড়ের তাণ্ডব থেকে রেহাই মিললেও দুর্যোগের প্রভাব পড়েছে এ রাজ্যেও। বর্তমানে মোন্থা শক্তি খুইয়ে একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। সেটি এখন ছত্তীসগঢ়ের দক্ষিণ প্রান্ত এবং সংলগ্ন এলাকায় অবস্থান করছে। ওই নিম্নচাপ অঞ্চলের প্রভাবেই বৃহস্পতিবার কলকাতা এবং রাজ্যের অন্য জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে।
আগামী কয়েক ঘণ্টার মধ্যে দুই ২৪ পরগনা, নদিয়া, বীরভূম এবং হুগলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। আগামী কয়েক ঘণ্টার জন্য জেলাগুলিতে ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
বৃহস্পতিবার দুপুরে মুষলধারে বৃষ্টি নামে সল্টলেকে। — সারমিন বেগম।
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া এই রকমই থাকবে। আগামিকালও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে।
ঘূর্ণিঝড় মোন্থা শক্তি হারালেও এখনই দমছে না। সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলটির প্রভাবে বৃহস্পতিবার উত্তরবঙ্গে বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বভাস রয়েছে। শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে।