কলকাতা-সহ রাজ্যের সব জেলায় রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস। — ফাইল চিত্র।
বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া নিম্নচাপ ওড়িশার স্থলভাগে প্রবেশ করেছে। তবে তার প্রভাব এ রাজ্যের আবহাওয়ায় পড়েনি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কিন্তু তা বলে এ রাজ্যে বৃষ্টি থামছে না। আগামী কয়েক দিন গোটা রাজ্যে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে। কয়েক জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছেন, পশ্চিম-মধ্য এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে যে নিম্নচাপ অঞ্চল ছিল, তা শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হয়েছে। গোপালপুরের কাছে দক্ষিণ ওড়িশা উপকূলে প্রবেশ করেছে সেই নিম্নচাপ। তবে তার প্রভাব পড়েনি পশ্চিমবঙ্গের আবহাওয়ায়। নিম্নচাপের প্রভাব না পড়লেও সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে স্থলভাগে। মৌসুমী অক্ষরেখাও সরে এসেছে পশ্চিমবঙ্গের দিকে। তার জেরে গোটা রাজ্যেই বৃষ্টির পরিমাণ বৃদ্ধির পূর্বাভাস রয়েছে।
কলকাতা-সহ দক্ষিণের বেশির ভাগ জেলায় আগামী শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কোনও কোনও জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো দমকা হাওয়া বইতে পারে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
এই জেলাগুলিতে আগামী শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। বাকি জেলায় সতর্কতা জারি করা না হলেও বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। এর মধ্যে বৃহস্পতি এবং শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে হতে পারে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টি। শনিবার ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে হতে পারে ভারী বৃষ্টি। উত্তাল থাকতে পারে সমুদ্র। তাই আগামী শুক্র এবং শনিবার পশ্চিমবঙ্গ উপকূলের নিকটবর্তী উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে বারণ করা হয়েছে।
আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের আট জেলাতেই ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ওই জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো দমকা হাওয়া বইতে পারে। বুধবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুায়ের হতে পারে ভারী বৃষ্টি। এর মধ্যে জলপাইগুড়িতে আগামী শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।