Rajeev Kumar

ভারপ্রাপ্ত ডিজির বৈঠকে বার্তা সীমান্ত-সীমানায় নজরদারিতে

পুলিশ সূত্রের খবর, দুই দফার বৈঠকে তিনি কোচবিহার থেকে দার্জিলিং—কোন জেলায় কী পরিস্থিতি রয়েছে তা জেলা পুলিশ সুপার, ডিআইজিদের থেকে শুনেছেন।

Advertisement

কৌশিক চৌধুরী

শিলিগুড়ি শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৪ ০৭:২৩
Share:

বিভিন্ন জেলার পুলিশ কর্তাদের নিয়ে বৈঠকে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার। শুক্রবার শিলিগুড়িতে এডিজি-র (উত্তরবঙ্গ) দফতরে। ছবি: স্বরূপ সরকার।

লোকসভা ভোটের আগে, উত্তরবঙ্গের রাজনৈতিক এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নিয়ে নজরদারি বাড়াতে নির্দেশ দিলেন রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার। সীমান্ত এবং আন্তঃরাজ্য সীমানাতে বিশেষ নজর রাখতে বলেছেন তিনি, এমনই দাবি পুলিশ সূত্রের। শুক্রবার উত্তরবঙ্গের আট জেলার ও পুলিশ-জেলার সুপার, রাজ্য পুলিশের কর্তা এবং শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পদস্থ কর্তাদের নিয়ে শিলিগুড়িতে দু’টি বৈঠক করেন তিনি।

Advertisement

পুলিশ সূত্রের খবর, দুই দফার বৈঠকে তিনি কোচবিহার থেকে দার্জিলিং—কোন জেলায় কী পরিস্থিতি রয়েছে তা জেলা পুলিশ সুপার, ডিআইজিদের থেকে শুনেছেন। বাংলাদেশ, নেপাল এবং ভুটান সীমান্তে বাড়তি নজরদারির জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। বাড়তি নজরে রাখতে বলা হয়েছে বিহার বা সিকিমের সঙ্গে আন্তঃরাজ্য সীমানাগুলিকে। প্রয়োজনে, ভোটের আগে আবার উত্তরবঙ্গে আসতে পারেন বলে আধিকারিকদের একাংশকে জানিয়েছেন রাজীব। তবে তিনি মন্তব্য করেননি। পুলিশের দুটি বৈঠক ছাড়া, আর একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানেও সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেননি।

রাজ্য পুলিশের উত্তরবঙ্গের এক শীর্ষ কর্তার কথায়, ‘‘রাজীব কুমার ডিজি হিসাবে দায়িত্ব নিয়েই জেলাগুলির পরিস্থিতি নিয়ে খোঁজখবর নিয়েছেন।’’ তিনি জানান, কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদহ, দার্জিলিং নিয়ে আলাদা করে খোঁজ নিয়েছেন সদ্য দায়িত্ব নেওয়া ডিজি।

Advertisement

উত্তরবঙ্গের আট জেলার আটটি লোকসভা আসনের মধ্যে ২০১৯ সালে সাতটি আসনেই বিজেপি জিতেছিল। ২০২১ সালের বিধানসভা ভোটে অবশ্য তৃণমূল তুলনায় ভাল ফল করে। এ বার লোকসভায় কী হবে তা নিয়ে পুলিশ-প্রশাসন মহলে মাসখানেক ধরে নানা পর্যালোচনা শুরু হয়েছে। বিশেষ করে, নির্বাচন কমিশনের নির্দেশে এ মাসেই ইনস্পেক্টর এবং সাব-ইনস্পেক্টর স্তরের বদলির নির্দেশ জেলায় জেলায় জারি হওয়ার কথা। তাতে বহু থানার ইনস্পেক্টর ইনচার্জ (আইসি) এবং অফিসার ইনচার্জেরা (ওসি) পাল্টে যাবেন। তার আগে, রাজনৈতিক ভাবে শাসক দল এবং বিরোধী শিবির কোথায়, কী অবস্থায় রয়েছে তা এ দিনের বৈঠকে প্রাথমিক ভাবে আলোচনা হয়েছে। পুলিশ সূত্রের দাবি, জেলার ব্লক এবং মহকুমাভিত্তিক পরিস্থিতি কী ডিজি তা জানার পরে, কলকাতায় প্রশাসনের শীর্ষ স্তরে আলোচনা হতে পারে। আগামী সপ্তাহ থেকে বদলির নির্দেশগুলি জারি হওয়ার কথা।

সকালের বিমানে রাজীব কুমার কলকাতা থেকে শিলিগুড়ি আসেন। প্রধাননগরে ‘টেলিকম রেগুলেটরি অথরিটি’র (ট্রাই) একটি সেমিনারে যোগ দেন। পরে, ভক্তিনগরে এডিজি-র (উত্তরবঙ্গ) দফতরে জেলার পুলিশ সুপার, ডিআইজি-দের নিয়ে তিনি বৈঠক করেন। শেষে, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে এসিপি থেকে ডিসি, পুলিশ কমিশনারদের নিয়ে আলাদা বৈঠক করেন। বিকেলের পরে বিমানে কলকাতায় ফেরেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন