মমতার সঙ্গে কথা বলবেন রাজনাথ

উত্তর ২৪ পরগনার বসিরহাটের অশান্তি নিয়ে মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথের সঙ্গে ফোনে কথা হয় রাজ্যপালের। তার পরেই রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে ফোন করেন। এ দিন সন্ধ্যায় ফের একবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করে পরিস্থিতি ব্যাখ্যা করেন রাজ্যপাল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৭ ০৩:৪২
Share:

পশ্চিমবঙ্গে দুই শীর্ষ সাংবিধানিক পদের প্রকাশ্য লড়াইয়ে অস্বস্তিতে কেন্দ্র। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, এ নিয়ে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়— দু’পক্ষের সঙ্গেই কথা বলবেন বলে জানিয়েছেন রাজনাথ সিংহ।

Advertisement

উত্তর ২৪ পরগনার বসিরহাটের অশান্তি নিয়ে মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথের সঙ্গে ফোনে কথা হয় রাজ্যপালের। তার পরেই রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে ফোন করেন। এ দিন সন্ধ্যায় ফের একবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করে পরিস্থিতি ব্যাখ্যা করেন রাজ্যপাল।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজীব মেহর্ষি রাতে জানান, বসিরহাটের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য সরকার আধাসেনা চেয়েছে। কেন্দ্র বসিরহাটে ৩ থেকে ৪ কোম্পানি আধাসেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে স্বরাষ্ট্র সচিবের একাধিক বার ফোনে কথাও হয়েছে বলে স্বরাষ্ট্র দফতর সূত্রে খবর।

Advertisement

বাদুড়িয়ার ঘটনা ঘিরে মুখ্যমন্ত্রী যে ভাবে সর্বসমক্ষে রাজ্যপালের বিরুদ্ধে মুখ খুলেছেন, তা কার্যত নজিরবিহীন এবং একই সঙ্গে প্রথাবিরুদ্ধ বলে দেখছে কেন্দ্র। কেন্দ্রের একাংশের মতে, কোনও নিজের রাজ্যের রাজ্যপালের বিরুদ্ধে কোনও মুখ্যমন্ত্রীর ক্ষোভ থাকতেই পারে। কিন্তু সেটা নিয়ে অভিযোগ জানানোর নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। সরকারের কর্তাদের বক্তব্য, এ সব ক্ষেত্রে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা রাষ্ট্রপতি বা কেন্দ্রকে জানাতে পারেন সংশ্লিষ্ট মুখ্যমন্ত্রী। কিন্তু একেবারে সাংবাদিক সম্মেলন করে বিষোদ্গার করার ঘটনা সাম্প্রতিক অতীতে ঘটেছে বলে মনে করতে পারছেন না স্বরাষ্ট্র-কর্তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement