ফাইল চিত্র।
করোনা পরিস্থিতিতে এ বার সহযোগিতার হাত বাড়িয়ে দিল বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন। ৫০ শয্যাবিশিষ্ট সেফ হোম চালু করার উদ্যোগ নেওয়া হল মিশনের তরফে। থাকছে অক্সিজেনের ব্যবস্থাও। শুক্রবার রামকৃষ্ণ মিশন সারদাপীঠের তরফে এক বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় এই কথা।
মঠের পলিটেকনিক কলেজ ক্যাম্পাসে এই সেফ হোম চালু হবে। আপাতত ৬ মাসের জন্য এই সেফ হোমের বন্দোবস্ত থাকবে। উপসর্গহীন ও মৃদু উপসর্গযুক্ত করোনা রোগীদের এখানে চিকিৎসার ব্যবস্থা হবে।
মঠের তরফে জানানো হয়েছে, চিকিৎসকেরা বহু করোনা আক্রান্তকেই বাড়িতে নিভৃতবাসে থাকতে নির্দেশ দেন। তাঁদের মধ্যে অনেকেরই বাড়িতে সে ভাবে থাকার পরিকাঠামো নেই। হয়তো একটি মাত্র ছোট ঘরে অনেকে থাকেন। এতে পরিবারের বাকিদের সংক্রমণের আশঙ্কা বাড়ে। তাঁদের ক্ষেত্রে এই সেফ হোম খুবই কাজের হয়ে উঠতে পারে।