পিয়ালির ভাই ক্ষুব্ধ

প্রায় দু’বছর হয়ে গেল তাঁর মৃত্যু হয়েছে। এর পর থেকে বহুবার শিরোনামে উঠে এসেছে তাঁর নাম। সম্প্রতি সিবিআই দাবি করেছে, ওই মৃত্যুর কিছু গুরুত্বপূর্ণ নথি তাদের হাতে এসেছে। কিন্তু এ ভাবে বারবার মায়ের নাম উঠে আসায় পিয়ালি মুখোপাধ্যায়ের আট বছরের মেয়ের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করলেন পিয়ালির ভাই প্রীতম মুখোপাধ্যায়।

Advertisement
শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৫ ০২:৪০
Share:

প্রায় দু’বছর হয়ে গেল তাঁর মৃত্যু হয়েছে। এর পর থেকে বহুবার শিরোনামে উঠে এসেছে তাঁর নাম। সম্প্রতি সিবিআই দাবি করেছে, ওই মৃত্যুর কিছু গুরুত্বপূর্ণ নথি তাদের হাতে এসেছে। কিন্তু এ ভাবে বারবার মায়ের নাম উঠে আসায় পিয়ালি মুখোপাধ্যায়ের আট বছরের মেয়ের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করলেন পিয়ালির ভাই প্রীতম মুখোপাধ্যায়। তাঁর দাবি, পিয়ালি সম্পর্কে যে সব অভিযোগ তোলা হচ্ছে, তাতে মানসিক চাপ বাড়ছে শিশুটির। তিনি জানান, সাধারণ পরিবারের মেয়ে পিয়ালি নিজের পায়ে দাঁড়িয়ে পরিবারকে নিয়ে বর্ধমান থেকে পাকাপাকি ভাবে কলকাতায় চলে আসতে চেয়েছিলেন। তাঁর জীবনযাত্রা এবং অস্বাভাবিক মৃত্যু নিয়ে যে সব অভিযোগ তোলা হচ্ছে, তা সবটা ঠিক নয় বলেও প্রীতমবাবুর দাবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement