State Nres

স্কুলগাড়ির ধাক্কায় মৃত ৪ পড়ুয়া-সহ পাঁচ, ভাঙচুর, ইটবৃষ্টি বিষ্ণুপুরে

বেপরোয়া গাড়ির ধাক্কায় চার পড়ুয়ার সঙ্গেই মৃত্যু হল এক মহিলার। আর এই ঘটনাকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৭ ১৮:১০
Share:

দুর্ঘটনার পর ভাঙচুর। ছবি তুলেছেন বিশ্বনাথ বণিক।

বেপরোয়া গাড়ির ধাক্কায় চার পড়ুয়ার সঙ্গেই মৃত্যু হল এক মহিলার। আর এই ঘটনাকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এলে তাদের সঙ্গে খণ্ডযুদ্ধ বেধে যায় উত্তেজিত জনতার। জনতার ছোড়া ইটে কয়েক জন পুলিশকর্মী জখম হয়েছেন বলে অভিযোগ। সোমবার বিকেল চারটে নাগাদ ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুরের বাখরাহাটে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, এ দিন কয়েক জন পড়ুয়াকে বাড়ি পৌঁছতে যাচ্ছিল একটি স্করপিও গাড়ি। সেই সময় অন্য স্কুলগুলিও ছুটি হয়। বাখরাহাটের কাছে রাস্তার উপর পড়ুয়া এবং অভিভাবকদের ভিড় ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি কয়েকজন পড়ুয়াকে ধাক্কা মারে। পর মুহূর্তেই ৪ পড়ুয়াকে চাকায় পিষে দেয় গাড়িটি। গুরুতর জখম হয়েছেন এক জন অভিভাবকও। পরে তাঁর মৃত্যু হয়।

এর পরই গাড়িটিকে ঘিরে ফেলে এলাকাবাসী। রাস্তা অবরোধ করে এবং লাঠি, ইট দিয়ে গাড়িতে ভাঙচুর চালাতে শুরু করেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে তাদের উপরেও সমস্ত ক্ষোভ উগরে দেন বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে। নামানো হয়েছে র‌্যাফও।

Advertisement

দেখুন ভিডিও:

আরও পড়ুন: মঞ্চের সামনেই তরুণীর যৌন হেনস্থা, গান থামিয়ে উদ্ধার করলেন আতিফ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন