ঘরে বাইরে

বন্ধু অ্যাপস

এই জটিল জীবনকে সহজ করে তুলতে চান? আপনার কাছের সঙ্গী হয়ে উঠতে পারে, হদিস রইল এমনই কিছু বন্ধু-অ্যাপসের।এই অ্যাপস ফেসবুক, টুইটার, ই-মেল বা লিঙ্কডইন-এর মতো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলির মধ্যে সমন্বয় তৈরি করে। এই অ্যাপের একটি ক্লিকেই সব ক’টি অ্যাকাউন্টে চোখ রাখতে পারবেন।

Advertisement

রোহন ইসলাম

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৫ ০০:০০
Share:

• ক্লোজ: এই অ্যাপস ফেসবুক, টুইটার, ই-মেল বা লিঙ্কডইন-এর মতো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলির মধ্যে সমন্বয় তৈরি করে। এই অ্যাপের একটি ক্লিকেই সব ক’টি অ্যাকাউন্টে চোখ রাখতে পারবেন। কোন বন্ধুর সঙ্গে বেশি যোগাযোগ রাখছেন, কার সঙ্গেই বা দীর্ঘ দিন টাচে নেই— ক্লোজ সেই খবর তার ‘অ্যাজেন্ডা’র মাধ্যমে কাছে তুলে ধরবে। এমনকী, আপনার পাঠানো মেল পড়া হয়েছে কি না, মিলবে তারও নোটিফিকেশন।

Advertisement

• মেরা ডক্টর: ক’দিন ধরেই ডান হাতে জ্বালা করছে। কিন্তু, ব্যস্ততার জন্য চিকিৎসকের কাছে যাওয়ারও সময় পাচ্ছেন না। আপনার জন্য হাজির ‘মেরা ডক্টর’। অ্যাপের মাধ্যমে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। তাঁর নাম, রেজিস্ট্রেশন নম্বর নিন। সরাসরি চ্যাট করে সমস্যার কথা জানান। প্রয়োজনে ছবি তুলেও পাঠান। মিলবে সমাধানের চট জলদি পরামর্শ।

• পকেট: ‘স্ক্রোল’-এর যে লেখাটা আপনার পড়ে বেশ লেগেছিল, সেটা খুঁজে পাচ্ছেন না? আর খোঁজ মিলছে না ক্লাস শুরুর আগে ফেসবুকের ওয়ালে হঠাৎ দেখা ভিডিওটা? ইন্টারনেটের কোনও লেখা, ভিডিও বা যে কনটেন্ট সেভ করে রাখুন ‘পকেট’-এ। পরে যখন সময় হবে, ধীরে সুস্থে তাতে চোখ রাখুন। পকেটের কনটেন্ট পড়তে পারবেন ল্যাপটপ, ট্যাবলেটেও।

Advertisement

• অ্যারাউন্ড মি: অচেনা কোথাও এসে কিছুই চিনতে পারছেন না। কারও সাহায্য নেওয়ার প্রয়োজন পড়বে না। মুশকিল আসানের জন্য রয়েছে ‘অ্যারাউন্ড মি’। এটিএম, রেস্তোরাঁ, হাসপাতাল, হোটেল, সিনেমা হল, পেট্রোল পাম্প— এ রকম ষোলো রকমের সুলুকসন্ধান দেবে এই অ্যাপ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন