School Admission

একাদশে শীঘ্রই রেজিস্ট্রেশন, সরকারি স্কুলে ভর্তি-জট বহাল

প্রধান শিক্ষকদের একাংশের মতে, শিক্ষকের অভাব-সহ আরও বিভিন্ন সমস্যার কারণে এমনিতেই সরকারি স্কুলগুলিতে ছাত্রছাত্রীর সংখ্যা ক্রমশ কমছে।

আর্যভট্ট খান

শেষ আপডেট: ২৯ মে ২০২৫ ০৯:০৩
Share:

ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলার জটে অধিকাংশ সরকারি স্কুলে একাদশে ভর্তি প্রক্রিয়াই এখনও শুরু হয়নি। —প্রতীকী চিত্র।

মাধ্যমিকের ফল বেরোনোর পরে সরকার-পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে ইতিমধ্যেই প্রায় সম্পূর্ণ একাদশে ভর্তির প্রক্রিয়া। ক্লাসও শুরু হওয়ার মুখে। অথচ, ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলার জটে অধিকাংশ সরকারি স্কুলে একাদশে ভর্তি প্রক্রিয়াই এখনও শুরু হয়নি। এ দিকে, একাদশ শ্রেণির রেজিস্ট্রেশন শুরু হচ্ছে ২ জুন। স্বাভাবিক ভাবেই সরকারি স্কুলে পরে একাদশে ভর্তি হয়ে পড়ুয়ারা কী ভাবে রেজিস্ট্রেশন করবে, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রধান শিক্ষকদের একাংশের মতে, শিক্ষকের অভাব-সহ আরও বিভিন্ন সমস্যার কারণে এমনিতেই সরকারি স্কুলগুলিতে ছাত্রছাত্রীর সংখ্যা ক্রমশ কমছে। এরই মধ্যে প্রায় এক মাস আগে মাধ্যমিকের ফল বেরিয়ে গেলেও সরকারি স্কুলে একাদশে ভর্তি শুরু না হওয়ায় ইচ্ছুক পড়ুয়ারা অন্য স্কুলে চলে যাচ্ছে বলে জানাচ্ছেন তাঁরা।

বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকেরা জানাচ্ছেন, কোনও পড়ুয়া উচ্চ মাধ্যমিকে কী কী বিষয় নিয়ে পরীক্ষা দেবে, একাদশে রেজিস্ট্রেশনের সময়েই তাকে সেগুলি উল্লেখ করতে হয়। ফলে, একাদশে ভর্তি হয়ে কিছু দিন ক্লাস করার পরে সংশ্লিষ্ট পড়ুয়া বুঝতে পারে, যে সব বিষয় নিয়ে সে পড়তে চাইছে, সেগুলিতে সে আদৌ স্বচ্ছন্দ কিনা। বহু ক্ষেত্রে দেখা যায়, মাধ্যমিকে বিজ্ঞানে ভাল নম্বর পাওয়া কোনও পড়ুয়া একাদশে বিজ্ঞানের পাঠ্যক্রমে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছে না। তখন সে তার পছন্দের বিষয় পাল্টে নেয় এবং রেজিস্ট্রেশনের সময়ে পরিবর্তিত বিষয়গুলি লেখে।

পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু বলেন, ‘‘সরকারি স্কুলগুলি এখনও ভর্তি শুরু করতে পারল না। ফলে, এক জন পড়ুয়া যখন ভর্তি হওয়ার পরে রেজিস্ট্রেশন করবে, তখন যে সব বিষয় নিয়ে সে পড়তে ইচ্ছুক, সেই বিষয়গুলিতে সে স্বচ্ছন্দ কিনা, সেটা পরখ করার সুযোগ পাওয়া যাবে কি? ২ জুন রেজিস্ট্রেশন শুরু হচ্ছে। এই প্রক্রিয়া কিছু দিন চলবে। তার মধ্যে ওবিসি-জট না কাটলে কী হবে?’’ সৌগতের দাবি, এই সব সমস্যার কথা ভেবে বহু পড়ুয়া সরকার-পোষিত বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে তো যাচ্ছেই। অনেকে আবার সিআইএসসিই কিংবা সিবিএসই বোর্ডের স্কুলেও চলে যাচ্ছে।

প্রধান শিক্ষকদের আরও প্রশ্ন, নতুন পদ্ধতিতে উচ্চ মাধ্যমিকের প্রথম সিমেস্টার হবে আগামী সেপ্টেম্বরে। তাই এখনও যারা একাদশে ভর্তিই হতে পারল না, তারা তিন মাস পড়ে কী ভাবে প্রথম সিমেস্টারের পরীক্ষা দেবে? উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘‘উচ্চ মাধ্যমিক স্তরে ভর্তি-জট মেটাতে না পারলে প্রথম সিমেস্টারের পরীক্ষা দিতে অসুবিধায় পড়বে সরকারি স্কুলের পড়ুয়ারা। প্রথম সিমেস্টারের সূচি তো পাল্টানো যাবে না।’’

একাদশে এখনও ভর্তি শুরু হয়নি উত্তরপাড়া গভর্নমেন্ট হাইস্কুল কিংবা হিন্দু স্কুলে। হিন্দু স্কুলের প্রধান শিক্ষক শুভ্রজিৎ দত্ত বলেন, ‘‘আমরা শিক্ষা দফতরের নির্দেশের অপেক্ষায় আছি। আমাদের স্কুলে পড়তে ইচ্ছুক বহু পড়ুয়া এবং অভিভাবক এখনও খোঁজ নিচ্ছেন, কবে ভর্তি শুরু হবে।’’ হেয়ার স্কুলের ভারপ্রাপ্ত সহকারী শিক্ষক তপনকুমার মাইতি বলেন, ‘‘আমরাও শিক্ষা দফতরের নির্দেশের অপেক্ষা করছি।’’

তবে কিছু সরকারি স্কুল পড়ুয়ার সংখ্যা মারাত্মক কমে যাওয়ার আশঙ্কায় নিজস্ব সিদ্ধান্তে ভর্তি শুরু করে দিয়েছে। যেমন, কল্যাণীর বিধানচন্দ্র মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা শম্পা নায়েক বলেন, ‘‘এমনিতেই আমাদের স্কুলে ছাত্রীর সংখ্যা কমছে। এখনও ভর্তি শুরু না করলে পড়ুয়া আরও কমবে। তখন উচ্চ মাধ্যমিক স্তরে পড়াশোনা চলবে কী ভাবে?‘‘ তিনি জানান, তাঁদের স্কুলে ভর্তির সব আসন এখনও পূরণ হয়নি। ২০টির মতো আসন ফাঁকা আছে। ওবিসি-জট কাটলে সেই শূন্য আসনে ভর্তি করা যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন