দেবশ্রীর কেন্দ্রে বিক্ষোভের মুখে সুব্রত

শনিবার পাথরপ্রতিমায় এক অনুষ্ঠানে যাচ্ছিলেন সুব্রতবাবু। পথে পড়ে নন্দকুমার পঞ্চায়েতের হরিণডাঙা। সেখানেই বিক্ষোভের মুখে পড়েন বলে জানান মন্ত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পাথরপ্রতিমা শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:০৪
Share:

রাজ্যের উন্নয়ন নিয়ে দেদার দাবি করে থাকেন শাসক দলের নেতা-মন্ত্রীরা। কিন্তু চার বছরেও কেন জলপ্রকল্পের মতো জরুরি পরিষেবা চালু করা গেল না রায়দিঘির গ্রামে, সে প্রশ্ন তুলে জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয় মানুষজন।

Advertisement

এলাকাটি সুব্রতবাবুর নির্বাচনী কেন্দ্র নয়। সেখানকার বিধায়ক দেবশ্রী রায়। কিন্তু জনস্বাস্থ্য দফতরের মন্ত্রী সুব্রতবাবু। চাপে পড়ে তাঁকে বলে আসতে হয়েছে, সাত দিনের মধ্যে চালু হবে জলপ্রকল্পটি।

শনিবার পাথরপ্রতিমায় এক অনুষ্ঠানে যাচ্ছিলেন সুব্রতবাবু। পথে পড়ে নন্দকুমার পঞ্চায়েতের হরিণডাঙা। সেখানেই বিক্ষোভের মুখে পড়েন বলে জানান মন্ত্রী। ২০১৪ সালে উদ্বোধনের পরেও জনস্বাস্থ্য কারিগরি দফতরের ওই পানীয় জলের প্রকল্পটি এখনও চালু হয়নি। মন্ত্রী জানান, রাস্তা আটকে কিছু লোক তাঁর গাড়ি ঘিরে ধরেন। কনভয়ের রাস্তা পরিস্কার করতে এগিয়ে আসেন পুলিশ কর্মীরা। কিন্তু মন্ত্রী তাঁদের থামিয়ে নেমে পড়েন গাড়ি থেকে। কথা বলেন মানুষজনের সঙ্গে। প্রকল্পটি দেখতে যান। নিজের মোবাইলে ছবি তুলে পাঠিয়ে দেন তাঁর দফতরের আধিকারিকদের কাছে। সেই সঙ্গে আশ্বাস দেন, সাত দিনের মধ্যে প্রকল্প চালু হয়ে যাবে। পরে পাথরপ্রতিমার অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘আমলাতন্ত্রের এখনও কিছু সমস্যা রয়ে গিয়েছে।’’

Advertisement

তবে রায়দিঘির বিধায়ক দেবশ্রী রায় দু’দফায় ক্ষমতায় থাকলেও তাঁকে নিয়ে এলাকায় অভিযোগ ভুরি ভুরি। দেবশ্রীদেবীকে প্রয়োজনে পাশে পাওয়া যায় না, ফোন তোলেন না— এমন নানা কথা শোনা যায় দলের নেতা-কর্মীর একাংশের মুখেই।

দেবশ্রীর বক্তব্য জানতে এ দিনও বার বার ফোন করা হয়েছিল। তিনি যথারীতি ফোন ধরেননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন