Madhyamik

ভোট গণনার দু’দিন আগেই ২১ মে মাধ্যমিকের ফল প্রকাশ

গত ১২ ফেব্রুয়ারি থেকে এ রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষ হয় ২২ ফেব্রুয়ারি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ মে ২০১৯ ১৮:৪০
Share:

ভোট গণনার দু’দিন আগেই ফল প্রকাশ মাধ্যমিকের। —ফাইল চিত্র।

আগামী ২১ মে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হতে চলেছে। বুধবার বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি (এগজা‌মিনেশন) মৌসুমী বন্দ্যোপাধ্যায়।

Advertisement

ওই দিন সকাল ৯টায় মধ্যশিক্ষা পর্ষদ আনুষ্ঠানিক ভাবে পরীক্ষার ফল ঘোষণা করবে। সকাল ১০টায় ক্যাম্প অফিস থেকে মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে শিক্ষা প্রতিষ্ঠানগুলি। ওয়েবসাইটে ফল জানা যাবে বেলা ১০টার পরে।

গত ১২ ফেব্রুয়ারি থেকে এ রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষ হয় ২২ ফেব্রুয়ারি। রাজ্যে সাত দফায় নির্বাচনের জেরে পরীক্ষার ফল প্রকাশে দেরি হবে না বলে শুরুতেই জানিয়ে দিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। সেই মতোই তিন মাসের মধ্যে, ভোট গণনার ঠিক দু’দিন আগে ফল ঘোষণার সিদ্ধান্ত নিল মধ্যশিক্ষা পর্ষদ।

Advertisement

আরও পড়ুন: ‘গণতন্ত্রের থাপ্পড়’ মন্তব্যের নিন্দায় সুষমা, সব সীমা লঙ্ঘন করেছেন মমতা, হুঁশিয়ারি বিদেশমন্ত্রীর​

আরও পড়ুন: ত্রিপুরা পশ্চিম কেন্দ্রের ১৬৮ বুথের ভোট বাতিল, পুনর্নির্বাচন ১২ মে​

এ বছর ১০ লক্ষ ৬৪ হাজার ৯৮০ জন পড়ুয়া বসেছিল। তবে গত বছরের তুলনায় সংখ্যাটা প্রায় ১৮ হাজার কম বলে দাবি মধ্যশিক্ষা পর্ষদের। তারা জানায়, ২০১৮-য় ১০ লক্ষ ৮৩ হাজার ৩৮৮ পড়ুয়া পরীক্ষায় বসেছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন