RG Kar Financial Irregularity Case

আরজি কর দুর্নীতি মামলা নিয়ে এ বার সন্দীপদের আবেদন ডিভিশন বেঞ্চে! শুনানি হবে বৃহস্পতিতেই

দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ও তাঁর সহ-অভিযুক্তদের আর্জি গত মাসে খারিজ করে দেয় কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ। নির্দেশ পুনর্বিবেচনা করা হবে না, জানিয়ে দেন বিচারপতি।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৫৮
Share:

ডিভিশন বেঞ্চের দ্বারস্থ সন্দীপ ঘোষ। — ফাইল চিত্র।

আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন সন্দীপ ঘোষেরা। বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি শুভেন্দু সামন্তের ডিভিশন বেঞ্চে বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ শুনানি হবে।

Advertisement

ওই মামলায় অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ও তাঁর সহ-অভিযুক্তদের আর্জি গত মাসে খারিজ করে দিয়েছিল কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ। এ সংক্রান্ত নির্দেশ পুনর্বিবেচনা করা হবে না বলেও বুধবার জানিয়ে দিয়েছিলেন হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। মামলার গ্রহণযোগ্যতা নিয়েই তিনি প্রশ্ন তুলেছিলেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন সন্দীপেরা।

আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় গত ২৮ জানুয়ারি চার্জ গঠনের নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। ৩১ জানুয়ারি পর্যন্ত সময় চাওয়া হয়েছিল। আদালত জানিয়েছিল, সাত দিনের মধ্যে এই মামলার চার্জ গঠন করতে হবে তদন্তকারী সংস্থা সিবিআইকে। কিন্তু সন্দীপেরা চার্জ গঠনের প্রক্রিয়ার গতি কমানোর আবেদন করেছিলেন সিঙ্গল বেঞ্চে। তাঁদের যুক্তি ছিল, হাই কোর্ট সাত দিনের মধ্যে চার্জ গঠন করে বিচারপ্রক্রিয়া শুরুর যে নির্দেশ দিয়েছিল, তা পুনর্বিবেচনা করা দরকার। কারণ, আর্থিক দুর্নীতি মামলায় প্রায় ১৫ হাজার পাতার চার্জশিট দিয়েছে সিবিআই। সাত দিনের মধ্যে চার্জ গঠন হলে পুরো চার্জশিট পড়ার সুযোগ থাকবে না। এত কম সময়ের মধ্যে অভিযুক্তেরা নিজেদের বক্তব্য সঠিক ভাবে আদালতে জানাতেও পারবেন না। তাই বিচারপ্রক্রিয়ার গতি কমানো হোক।

Advertisement

আর্জি খারিজ করে বিচারপতি ঘোষ তাঁদের নিম্ন আদালতে বক্তব্য জানাতে বলেছিলেন। প্রসঙ্গত, আরজি করের আর্থিক দুর্নীতির মামলায় গত ২৯ নভেম্বর আলিপুর আদালতে চার্জশিট জমা করে সিবিআই। চার্জশিটে সন্দীপ ছাড়াও নাম রয়েছে গ্রেফতার হওয়া আরও চার অভিযুক্তের— আফসর আলি, বিপ্লব সিংহ, সুমন হাজরা এবং আশিস পাণ্ডে। প্রত্যেকেই বর্তমানে জেলবন্দি। সুমনের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় আদালতে জানান, তাঁদের প্রায় ১৫ হাজার পাতার নথি দিয়েছে সিবিআই। কিন্তু সেখানে কোনও সূচিপত্র দেওয়া হয়নি। তিনি বলেন, “আমরা কি ভগবান! ১৫ হাজার পাতায় কোনও পৃষ্ঠাসংখ্যা নেই। লুজ় কাগজ দেওয়া হয়েছে আমাদের। আমরা কী ভাবে লড়ব? আমরাও ন্যায্য বিচার চাই।”

বুধবার আলিপুর আদালতে শুনানির সময়ে ২৬/১১ মুম্বই হামলার জঙ্গি অজমল কসাবের প্রসঙ্গও উঠে আসে। সুমনের আইনজীবীর বক্তব্য, “কসাবেরও ন্যায্য বিচার হয়েছে। তিনি ন্যায্য বিচার পেলে আমরা পাব না কেন!” কী পরিমাণ নথি দেওয়া হয়েছে, সেটিও আদালতে দেখান আইনজীবী। আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে বুধবার চার্জ গঠন প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। সেখানে আবার মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন জানিয়েছেন সন্দীপেরা। হাই কোর্টে এই সংক্রান্ত মামলা থাকায় আলিপুর আদালতের বিচারক জানান, বুধে নয়, বৃহস্পতিবার সকাল পৌনে ১১টা নাগাদ সন্দীপদের মামলা এবং চার্জ গঠনের শুনানি হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement