ATM

ATM Robbery: হাওড়ায় এটিএম লুঠের চেষ্টা বানচাল করেও দুষ্কৃতীদের ধরতে ব্যর্থ পুলিশ

সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। গ্যাস কাটার দিয়ে এটিএম লুঠ করার চেষ্টা করছিল দুষ্কৃতীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ অগস্ট ২০২১ ০১:২৬
Share:

ছবি প্রতীকী

শনিবার রাতে হাওড়ায় এটিএম লুঠের চেষ্টা রুখে দিল পুলিশ। গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তবে দুষ্কৃতীদের গুলি ছোড়ার কথা অস্বীকার করেছে পুলিশ। শনিবার ঘটনাটি ঘটে হাওড়ার বেলগাছিয়া এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশ।

Advertisement

সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। গ্যাস কাটার দিয়ে এটিএম লুঠ করার চেষ্টা করছিল দুষ্কৃতীরা। সেই সময় সেখানে পুলিশ এসে পড়ায় বানচাল হয় তাদের পরিকল্পনা। তবে তারা গুলি ছুড়তে থাকায় পুলিশকেই পিছু হটতে হয়।

Advertisement

কিছুদিন আগেই চারজন এটিএম লুঠেরাকে গ্রেফতার করে পুলিশ। অন্য রাজ্য থেকে এটিএম লুঠ করার পর এ রাজ্যেও এটিম লুঠ করার ছক কষছিল বলে পুলিশের দাবি। তাদের ধরার পরও থামছে না এটিএম লুঠেরাদের এই চক্র। এ কারণে চিন্তায় পুলিশ কর্তারাও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement