সাঁইথিয়ার পুকুরে এ ভাবেই জমেছে নোংরা। নজর নেই পুরসভার। —নিজস্ব চিত্র
আশঙ্কাই সত্যি হল। শুক্রবার সকালে সিউড়ি হাসপাতালে চিকিৎসাধীন রকিবুল ইসলামের মৃত্যু হয়েছে ডেঙ্গিতেই। মৃত্যুর কিছু ক্ষণ আগে অ্যালাইজা টেস্টের জন্য তাঁর শরীর থেকে রক্তের নমুনা নেওয়া হয়েছিল। তাতেই মিলেছে ডেঙ্গির জীবাণু। শনিবার এ কথা জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। শুধু তিনি-ই নন, এই মুহূর্তে হাসপাতালে ভর্তি থাকা দুবরাজপুরের যুবক মির মহম্মদ হোসেনেরও অ্যালাইজা টেস্টের রেজাল্ট পজিটিভ। তবে তাঁর শারীরিক অবস্থা বর্তমানে ভাল আছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য দফতর।
বৃহস্পতিবার বিকালে জ্বর, মাথায় ব্যথা ও বমি ইত্যাদি উপসর্গ নিয়ে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি হয়েছিলেন সিউড়ি ২ ব্লকের দেশালপুরের বাসিন্দা রকিবুল। হাওড়ার শিবপুরে একটি শপিং মলের নিরাপত্তারক্ষীর দায়িত্বে থাকা রকিবুল অবশ্য সেখানেই প্রথম অসুস্থ হয়ে বাড়িতে আসেন। পরে সিউড়ি হাসপাতালে ভর্তি হন। ওই দিনই সন্ধ্যায় প্রায় একই রকম উপসর্গ নিয়ে সিউড়ি হাসপাতালে ভর্তি হন দুবরাজপুরের যুবক মিরও। বাইরের ক্লিনিক থেকে রক্ত পরীক্ষার রিপোর্টে দু’জনেরই ডেঙ্গি হয়েছে বলে ইঙ্গিত মিলেছিল। যদিও দু’জনের ওই রিপোর্ট দেখে সেটাকে ডেঙ্গি বলে নিশ্চিত ছিল না হাসপাতাল। চিকিৎসকদের বক্তব্য ছিল অ্যান্টিজেন প্লাস (এনএস-১) থাকা মানেই সেটা ডেঙ্গি, এটা না-ও হতে পারে। শুক্রবার সকালে উভয়ের শরীর থেকেই অ্যালাইজা টেস্টের জন্য রক্তের নমুনা নেওয়া হয়েছিল। কিন্তু তার পরই মারা যান রকিবুল।