মহিলা দিবসে পথে শাসক, বিরোধী

একই সময়ে বিজেপিও মুরলীধর সেন লেনে দলের রাজ্য দফতর থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করবে। সিপিএমের গণতান্ত্রিক মহিলা সমিতিও দুপুরে রামলীলা ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৯ ০০:৪১
Share:

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

লোকসভা ভোটের আগে মহিলা দিবসকে কেন্দ্র করে আজ, শুক্রবার রাজ্যের শাসক, বিরোধী সব দলই পথে নামছে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা তৃণমূলের মিছিলে পা মেলাবেন। রাজ্যের মহিলাদের জন্য রাজ্য সরকারের উন্নয়ন-প্রকল্পগুলিকে তুলে ধরে বেলা ১২টা নাগাদ আমহার্স্ট স্ট্রিটের শ্রদ্ধানন্দ পার্ক থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে হাঁটবেন তৃণমূলের মহিলা। এই মিছিল সম্পর্কে বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমরা কাল মহিলা দিবস আমরা পালন করব।’’ শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য, ‘‘মহিলাদের প্রতি সম্মান জানাতে সকলের কাছে আহ্বান জানাচ্ছি। মহিলাদের ক্ষমতায়নে দেশের মধ্যে সেরা পশ্চিমবঙ্গই সেরা। আমরা কোনও প্রতিশ্রুতি দিই না। বাস্তবায়িত করি।’’

Advertisement

একই সময়ে বিজেপিও মুরলীধর সেন লেনে দলের রাজ্য দফতর থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করবে। সিপিএমের গণতান্ত্রিক মহিলা সমিতিও দুপুরে রামলীলা ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবে। শাসক দল রাজ্যের উন্নয়নের ছবি তুলে ধরার চেষ্টা করলেও বিরোধীরা অবশ্য নারীদের উপর অত্যাচার বন্ধের দাবিতেই পথে নামছে মহিলা দিবসে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন