সংঘর্ষের অভিযোগ ওড়াল শাসক দল

কলকাতায় রাজ্য বিজেপির সদর দফতরে সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, ‘‘আমরা আগেই আশঙ্কা করেছিলাম। পঞ্চায়েতের বোর্ড গঠন নিয়ে সংঘর্ষ যাতে বন্ধ করা যায়, তার জন্য মুখ্য সচিবের কাছে চিঠিও পাঠিয়েছিলাম। কিন্তু আমাদের আশঙ্কাই সত্যি হল।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৮ ০৩:৫৩
Share:

প্রতীকী ছবি।

পঞ্চায়েতের বোর্ড গঠন নিয়ে রাজ্যের দিকে দিকে সংঘর্ষের অভিযোগ তুলল বিজেপি। বলা হল, আগেই এই আশঙ্কা করেছিলেন বিজেপি নেতারা। তৃণমূলের পাল্টা জবাব, সমর্থন জুটছে না বলে বিজেপি আগাম এ সব বলছে।

Advertisement

শনিবার কলকাতায় রাজ্য বিজেপির সদর দফতরে সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, ‘‘আমরা আগেই আশঙ্কা করেছিলাম। পঞ্চায়েতের বোর্ড গঠন নিয়ে সংঘর্ষ যাতে বন্ধ করা যায়, তার জন্য মুখ্য সচিবের কাছে চিঠিও পাঠিয়েছিলাম। কিন্তু আমাদের আশঙ্কাই সত্যি হল।’’ বিজেপির বক্তব্য, উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীদের উপর আক্রমণ চলছে। বিশেষত, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদহে। অন্যদিকে দক্ষিণবঙ্গের নদিয়া এবং বীরভূম থেকেও সংঘর্ষের খবর আসছে। সায়ন্তনের আশঙ্কা, সোমবার থেকে দক্ষিণবঙ্গেও ব্যাপক গণ্ডগোল শুরু হবে। এবং বিজেপি-ও যে ছেড়ে কথা বলবে না, তার আগাম হুঁশিয়ারি দেন তিনি।

উত্তরে তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের বক্তব্য, ‘‘নাচতে না জানলে উঠোন বাঁকা। ওদের পক্ষে সমর্থন নেই। টাকা ছড়িয়েও ওরা সমর্থন আদায় করতে পারছে না। তাই এ সব গান গাইছে।’’

Advertisement

এ দিন রাজ্য বিজেপির দফতরে বর্ধমানের কয়েকজন তৃণমূল কর্মী আনুষ্ঠানিক ভাবে দলে যোগ দেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement