রূপা ঢুকলেও বাম বিধায়কদের ফেরাল সিউড়ি জেল

রূপা গঙ্গোপাধ্যায় পারলেও বাম বিধায়কেরা পারেননি। মঙ্গলবার সিউড়ি জেলে গিয়ে সাত্তোরের নির্যাতিতার সঙ্গে দেখা করে এসেছিলেন বিজেপি নেত্রী রূপা। আর বৃহস্পতিবার নির্যাতিতার সঙ্গে দেখা করতে চাইলেও বাম বিধায়কদের জেলে ঢোকার অনুমতি মেলেনি। তাই কেন তাঁদেরকে সিউড়ি জেলে ঢুকতে দেওয়া হল না সে প্রশ্নেই বৃহস্পতিবার সরগরম হয়ে থাকল নবান্ন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুলাই ২০১৫ ২০:৩৭
Share:

রূপা গঙ্গোপাধ্যায় পারলেও বাম বিধায়কেরা পারেননি। মঙ্গলবার সিউড়ি জেলে গিয়ে সাত্তোরের নির্যাতিতার সঙ্গে দেখা করে এসেছিলেন বিজেপি নেত্রী রূপা। আর বৃহস্পতিবার নির্যাতিতার সঙ্গে দেখা করতে চাইলেও বাম বিধায়কদের জেলে ঢোকার অনুমতি মেলেনি। তাই কেন তাঁদেরকে সিউড়ি জেলে ঢুকতে দেওয়া হল না সে প্রশ্নেই বৃহস্পতিবার সরগরম হয়ে থাকল নবান্ন।
নবান্ন সূত্রের খবর, জেল সুপার রূপাকে অনুমতি দিলেও তা বেআইনি। কারণ, কোনও জেলবন্দির সঙ্গে তাঁর পরিবার, আইনজীবী, বন্ধুরা এবং জন প্রতিনিধিরাই শুধুমাত্র দেখা করতে পারেন। রূপা এর মধ্যে কোনওটি নন। বিজেপি নেত্রী রূপা জেলে ঢুকে সাত্তোরের নির্যাতিতার সঙ্গে দেখা করেছেন, এই খবর জানাজানি হওয়ার পর থেকেই নবান্নের কর্তারা অসন্তুষ্ট হন। তাঁরা যে বিষয়টি মোটেই ভাল ভাবে নেননি তা-ও ইতিমধ্যেই বুঝতে পেরেছেন সিউড়ি জেলকর্তা। রূপাকে কেন ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হল তা জানতে চাওয়া হয়েছে কারাকর্তার কাছে। সে কারণেই বৃহস্পতিবার বাম বিধায়কদের ভিতরে ঢোকার অনুমতি মেলেনি।

Advertisement

দলের প্রতিনিধি কাছ থেকে এই খবর জানার পরে বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোনে কারণ জানতে চান। তিনি মুখ্যমন্ত্রীকে জানান, ৩১(১) ধারায় এলাকার জন প্রতিনিধি সেই অনুমতি পেতেই পারেন। পরে অবশ্য বিষয়টি খতিয়ে দেখে মুখ্যসচিব সঞ্জয় মিত্র তাঁকে ফোনে জানান, শুক্রবার তিন বাম বিধায়কের প্রতিনিধি দল নির্যাতিতার সঙ্গে দেখা করতে পারবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement