দলের ভিতরে চাপে সব্যসাচীই

প্রাথমিক ভাবে দলের শীর্ষ নেতৃত্ব সব্যসাচীর বিরুদ্ধে অভিযোগ নস্যাৎ করলেও দলে তাঁর বিরোধী বলে চিহ্নিত বিধায়ক সুজিত বসু, পুরসভার ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায় ও চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তী এ নিয়ে কোনও তাৎক্ষণিক প্রতিক্রিয়াই দিতে চাননি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:০৮
Share:

সব্যসাচী দত্ত

সাংবাদিকদের ডেকে অভিযোগ জানানোর ২৪ ঘণ্টা পরেও বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তের বিরুদ্ধে সেই সব অভিযোগ পুলিশের কাছে জমা প়়ড়েনি। সল্টলেকের বাসিন্দা মধুসূদন চক্রবর্তী মঙ্গলবার সব্যসাচীর বিরুদ্ধ হুমকি দিয়ে এক কোটি টাকা চাওয়ার অভিযোগ এনে বলেছিলেন তিনি স্পিড পোস্টে বিধাননগর পুলিশের কাছে তাঁর অভিযোগপত্র পাঠিয়েছেন। বুধবার রাত পর্যন্ত পুলিশ তা পায়নি বলে দাবি।

Advertisement

এ দিকে, সিন্ডিকেট নিয়ে বিতর্কের পরে তোলাবাজির অভিযোগ সামনে আসায় তৃণমূলের অন্দরে সব্যসাচী ফের গোষ্ঠী বিরোধের মুখে পড়তে পারেন কি না তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। প্রাথমিক ভাবে দলের শীর্ষ নেতৃত্ব সব্যসাচীর বিরুদ্ধে অভিযোগ নস্যাৎ করলেও দলে তাঁর বিরোধী বলে চিহ্নিত বিধায়ক সুজিত বসু, পুরসভার ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায় ও চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তী এ নিয়ে কোনও তাৎক্ষণিক প্রতিক্রিয়াই দিতে চাননি। বরং তাঁরা সকলেই ‘কিছু জানা নেই’ বলে প্রসঙ্গ এড়িয়ে গেছেন। ফলে প্রশ্ন উঠেছে দলের অন্য নেতারা যখন বিষয়টিকে বিজেপির চক্রান্ত বলে উড়িয়ে দিচ্ছেন ওই তিন জন তখন সেভাবে জোর দিয়ে কিছু বলছেন না কেন?

মেয়রের পাশে দাঁড়িয়ে জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক এ দিন বলেন, ‘‘খোঁজ নিয়ে দেখেছি, অভিযোগকারী ব্যবসায়ী নিজেই প্রতারক।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন