আশ্রমিককে ধর্ষণের অভিযোগে বৃন্দাবন থেকে গ্রেফতার সাধু

পুলিশ সূত্রে খবর, বনগাঁর ওই তরুণী থাকতেন মায়ের সঙ্গে। বাবা সংসার ছেড়ে ছেড়েছেন। ২৮ বছরের মেয়েকে বৃন্দাবনের ওই আশ্রমে রেখে আসার কথা ভাবেন মা। এক বছর আগে তরুণী যান ওই আশ্রমে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৭ ০২:০৭
Share:

ধৃত: গোবিন্দ মোহান্ত। নিজস্ব চিত্র

আশ্রমিক তরুণীকে ধর্ষণের অভিযোগে বৃন্দাবন থেকে এক ‘বাবা’কে গ্রেফতার করল বনগাঁ থানার পুলিশ।

Advertisement

রাম রহিমের কুকীর্তি নিয়ে যখন দেশ তোলপাড়, তখন এই ঘটনা ফের প্রমাণ করল, ধর্মীয় প্রতিষ্ঠানের আড়ালে বহু জায়গায় কত কিছু ঘটছে।

পুলিশ সূত্রে খবর, বনগাঁর ওই তরুণী থাকতেন মায়ের সঙ্গে। বাবা সংসার ছেড়ে ছেড়েছেন। ২৮ বছরের মেয়েকে বৃন্দাবনের ওই আশ্রমে রেখে আসার কথা ভাবেন মা। এক বছর আগে তরুণী যান ওই আশ্রমে।

Advertisement

আরও পড়ুন: বিনয়ের বোর্ডকে বিপুল বরাদ্দ

অভিযোগ, আশ্রমের সাধুবাবা গোবিন্দ মোহান্ত তরুণীকে ধর্ষণ করেন। মুখ-হাত বেঁধেও তাঁর উপরে যৌন নির্যাতন চালানো হয়েছিল। অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তরুণী। জানাজানির ভয়ে গোবিন্দ মেয়েটিকে অন্য এক মহিলা মারফত বনগাঁ স্টেশনে রেখে যায়। তাঁকে উদ্ধার করে পুলিশ। ওই সাধুর বিরুদ্ধে মামলা করে পুলিশ। বৃহস্পতিবার বনগাঁ থানার তদন্তকারী দল মথুরা থেকে সাধুবাবাকে ধরে। গোবিন্দর বাড়ি বর্ধমানের ভাতারে। পুলিশের দাবি, প্রাথমিক জেরায় গোবিন্দ ধর্ষণের কথা স্বীকারও করেছে। মেয়েটিকে সে দু’বার ধর্ষণ করেছে বলে জানিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement