মুর্শিদাবাদের অশান্তির ঘটনার প্রেক্ষিতে পুলিশের ভূমিকা নিয়ে সরব হল ‘সেভ ডেমোক্রেসি’ মঞ্চ। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
সম্প্রতি হওয়া মুর্শিদাবাদের অশান্তির ঘটনার প্রেক্ষিতে পুলিশের ভূমিকা নিয়ে সরব হল ‘সেভ ডেমোক্রেসি’ মঞ্চও। তাদের প্রতিনিধিদল সুতিতে নিহত যুবক, জাফরাবাদে নিহত বাবা-ছেলের বাড়িতে গিয়েছিল। ওই প্রতিনিধিদলের বক্তব্য, সংশোধিত ওয়াকফ আইন বিরোধী আন্দোলন চলার সময়ে পুলিশের গুলিতে যুবক নিহত হয়েছিলেন বলে পরিবারের লোকজন তাদের বলেছেন। এখনও পর্যন্ত ‘গুলিতে’ জখম এক কিশোর কোনও ক্ষতিপূরণ পায়নি বলেও অভিযোগ। জাফরাবাদে ক্ষতিগ্রস্ত বিভিন্ন বাড়ির জন্যও ক্ষতিপূরণের দাবি জানিয়েছে তারা।
‘সেভ ডেমোক্রেসি’র সম্পাদক চঞ্চল চক্রবর্তী রবিবার বলেছেন, “সংবেদনশীল বিষয়ে পুলিশের অনেক বেশি সতর্কতা নেওয়া দরকার ছিল। কিন্তু তা হয়নি। ফলে সকলেরই ক্ষতি হয়েছে।” সংগঠনের প্রতিনিধিদলে ছিলেন দিপালী ভট্টাচার্য, সুমন বন্দ্যোপাধ্যায়, সুব্রত ভট্টাচার্য, অপু মণ্ডল, আবির ঘোষ প্রমুখ।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে