রশিদের মুক্তি নিয়ে কেন্দ্রকে সময় ৩ মাস

১৯৯৩ সালের বৌবাজার বিস্ফোরণে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ডন রশিদ খানের মুক্তির বিষয়টি বিবেচনা করতে কেন্দ্রকে তিন মাস সময় দিল সুপ্রিম কোর্ট। মুক্তি চেয়ে সেপ্টেম্বর মাসের গোড়ায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রশিদ।

Advertisement
শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০১৬ ০৩:৩২
Share:

১৯৯৩ সালের বৌবাজার বিস্ফোরণে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ডন রশিদ খানের মুক্তির বিষয়টি বিবেচনা করতে কেন্দ্রকে তিন মাস সময় দিল সুপ্রিম কোর্ট। মুক্তি চেয়ে সেপ্টেম্বর মাসের গোড়ায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রশিদ। আর্জিতে তাঁর আইনজীবী কবীরশঙ্কর বসু জানান, গত বছরই রশিদকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। তথ্যের অধিকার আইনে সেই তথ্য জানতে পেরেছেন রশিদের ছেলে ফরিদ খান। কিন্তু তার পরে রাজীব গাঁধীর হত্যাকারীদের মুক্তি সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, টাডার মতো কেন্দ্রীয় আইন বা কেন্দ্রীয় সংস্থার তদন্তে সাজাপ্রাপ্ত বন্দিদের মুক্তি দিতে হলে কেন্দ্রের অনুমোদন নিতে হবে। কেন্দ্রের কাছে আর্জি জানিয়ে জবাব না মেলায় শীর্ষ আদালতে আর্জি জানিয়েছেন রশিদ। মঙ্গলবার বিচারপতি আর কে অগ্রবাল ও বিচারপতি অশোক ভূষণের বেঞ্চ জানায়, তিন মাস পরে এই আর্জির শুনানি হবে। তার মধ্যে কেন্দ্র বিষয়টি বিবেচনা করুক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement