অমিতের বঙ্গ সফর কমে দু’দিন

চার দিনের সফর কাটছাঁট করে দু’দিনের জন্য রাজ্যে আসছেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। কর্নাটকে বিধানসভা ভোট ঘোষণা হয়ে যাওয়ায় এপ্রিল মাসের ১৯, ২০ তারিখে পশ্চিমবঙ্গ সফরে আসছেন না তিনি। তবে ৮ এবং ৯ এপ্রিল যথাক্রমে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে তাঁর পূর্বঘোষিত কর্মসূচি বহাল থাকছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৮ ০৫:৩৪
Share:

চার দিনের সফর কাটছাঁট করে দু’দিনের জন্য রাজ্যে আসছেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। কর্নাটকে বিধানসভা ভোট ঘোষণা হয়ে যাওয়ায় এপ্রিল মাসের ১৯, ২০ তারিখে পশ্চিমবঙ্গ সফরে আসছেন না তিনি। তবে ৮ এবং ৯ এপ্রিল যথাক্রমে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে তাঁর পূর্বঘোষিত কর্মসূচি বহাল থাকছে।

Advertisement

প্রথমে ঠিক হয়েছিল, এপ্রিলে দু’দফায় বঙ্গ সফরে আসবেন শাহ। প্রথম দফায় ৮ তারিখ শিলিগুড়িতে বুথকর্মী সম্মেলন এবং জলপাইগুড়িতে চা শ্রমিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। ৯ তারিখ বর্ধমানে কৃষকদের সঙ্গে কথা বলে কলকাতায় এসে যুব সম্মেলন করবেন। এই কর্মসূচিতে কোনও বদল হয়নি। বিজেপি সূত্রের খবর, যুব সম্মেলনের জন্য দলের তরফে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ভাড়া করার চেষ্টা হয়। অতীত অভিজ্ঞতা থেকে দলীয় নেতৃত্বের আশঙ্কা ছিল, কোনও অজুহাতে ওই স্টেডিয়াম ভাড়া না-ও দিতে পারে রাজ্য সরকার। কিন্তু শেষ পর্যন্ত সেখানে শাহের সভার অনুমতি মিলেছে। তবে ১৯ এবং ২০ এপ্রিলের সফর আপাতত স্থগিত রাখছেন শাহ।

দলের কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহ বলেন, ‘’১৯ এবং ২০ এপ্রিল নাগাদ পঞ্চায়েত ভোট ঘোষণা হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে দলের নেতা-কর্মীরা ভোটের কাজে গ্রামে-গঞ্জে ব্যস্ত হয়ে পড়বেন। তাই আমরাও সভাপতিকে জানিয়েছি, কর্নাটকের ভোটের পর তাঁর সফরের দ্বিতীয় পর্বটা হলে ভাল হয়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement