ঘরে বাইরে

সেলফি স্পুন

নানা ভঙ্গিমায়, বিভিন্ন স্থানে সেলফি তুলে বন্ধুদের মধ্যে শেয়ার করা চাই-চাই। সেলফির ছবি যাতে ভাল হয় সে জন্য ফোন কোম্পানিগুলিও সামনের ক্যামেরার মেগাপিক্সেল দিন দিন বাড়াচ্ছে।

Advertisement

প্রলয় সামন্ত

কলকাতা শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০১৫ ০০:২৮
Share:

নানা ভঙ্গিমায়, বিভিন্ন স্থানে সেলফি তুলে বন্ধুদের মধ্যে শেয়ার করা চাই-চাই। সেলফির ছবি যাতে ভাল হয় সে জন্য ফোন কোম্পানিগুলিও সামনের ক্যামেরার মেগাপিক্সেল দিন দিন বাড়াচ্ছে। সেলফি তোলার জন্য তৈরিও হয়েছে সেলফি স্টিক, সেলফি জুতো। কিন্তু তার পরেও খেতে খেতে সেলফি তোলার কাজটা সহজ হচ্ছিল না। এই ঝমেলা এড়াতে বাজারে এসেছে বিশেষ ধরনের চামচ সেলফি স্পুন। এর এক দিকে আছে চামচ, যার সাহায্যে খাবার খেতে পারবেন। আর এক পাশে আছে সেলফি স্টিক, যার সঙ্গে লাগানো যাবে স্মার্টফোন। একসঙ্গে খাওয়া এবং ছবি তোলার কাজ সহজ করতে এই বিশেষ ধরনের চামচ তৈরি করেছে সিনামন টোস্ট ক্রাঞ্চ। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সেলফি চামচের সঙ্গে থাকা স্টিক ৩০ ইঞ্চি পর্যন্ত লম্বা করা যায়। এর সঙ্গে যুক্ত আছে ব্লু-টুথ। চামচের স্টিক অংশে স্মার্টফোন লাগাতে হবে। আর চামচ অংশে থাকা বাদামি বোতাম টিপলেই ফোনে ছবি উঠে যাবে। এ ছাড়া রয়েছে একটি রিমোর্ট. তাতে দুটি সুইচ আছে। একটি অন করলে ছবি চলে আসবে অ্যান্ড্রয়েড ফোনে। অপরটি ছবি লোড করবে আইফোনে। selfiespoon.com ওয়েবসাইটে মিলছে এই চামচ। ডিজিটাল ট্রেন্ডস বলছে, এ বার সেলফিপ্রেমীদের জন্য নতুন চমক সেলফি চামচ। খাওয়া এবং একই সঙ্গে সেলফি তোলার কাজটি এই চামচ সহজ করে দেবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন