ভাঙড়ে পাওয়ার গ্রিডের ঘটনায় জামিন ৭ জনের

১৭ জানুয়ারি ভাঙড়ের পাওয়ার গ্রিড এলাকায় গন্ডগোলের ঘটনায় পদ্মপুকুরের গাজিপুর এলাকার বাসিন্দা আব্দুর রউফ মোল্লা, আব্দুল সামাদ মোল্লা, মুন্সি হাসান, চিরঞ্জিত কর্মকার, আবুল কাশেম, আইজুল মোল্লা এবং সাবিরুল মোল্লাকে গ্রেফতার করেছিল পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুন ২০১৭ ০১:৩৮
Share:

প্রতীকী ছবি।

প্রায় পাঁচ মাস পরে জামিন পেলেন ভাঙড়-কাণ্ডে ধৃত সাত জন। শনিবার ধৃতদের বারুইপুর কোর্টে বিচারক শৈলেন্দ্রকুমার সিংহের এজলাসে তোলা হলে বিচারক তাঁদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

Advertisement

১৭ জানুয়ারি ভাঙড়ের পাওয়ার গ্রিড এলাকায় গন্ডগোলের ঘটনায় পদ্মপুকুরের গাজিপুর এলাকার বাসিন্দা আব্দুর রউফ মোল্লা, আব্দুল সামাদ মোল্লা, মুন্সি হাসান, চিরঞ্জিত কর্মকার, আবুল কাশেম, আইজুল মোল্লা এবং সাবিরুল মোল্লাকে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁদের বিরুদ্ধে ইউএপিএ ধারা দেওয়া হয়েছিল। এ দিন এই সাত জনকে কোর্টে তোলা হলে পাঁচ হাজার টাকা সিকিউরিটি বন্ডের বিনিময়ে জামিনের নির্দেশ দেন বিচারক।

পাশাপাশি, তাঁদের ১৫ জুলাই পর্যন্ত কাশীপুর থানার পাওয়ার গ্রিড এলাকায় যেতে নিষেধ করা হয়েছে। যদিও এ দিন এই কাণ্ডের অন্য অভিযুক্ত কুশল দেবনাথ ও শঙ্কর দাসের জামিনের আবেদন বিচারক খারিজ করে দিয়েছেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন