Debra Gas Tanker Accident

পশ্চিম মেদিনীপুরের ডেবরায় দাঁড়িয়ে থাকা গ্যাস ট্যাঙ্কারে বিস্ফোরণ, আহত সাত

বিস্ফোরণের অভিঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে পাশে দাঁড়িয়ে থাকা একটি স্কুলবাস এবং দু’টি লরিও। তবে সেগুলির ভিতর কেউ না-থাকায় বড় বিপদ এড়ানো গিয়েছে বলে মনে করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মে ২০২৫ ১১:১৬
Share:

বিস্ফোরণের অভিঘাতে দুমড়েমুচড়ে গিয়েছে গ্যাসের ট্যাঙ্কারটি। শনিবার ডেবরায়। —নিজস্ব চিত্র।

পশ্চিম মেদিনীপুরের ডেবরায় দাঁড়িয়ে থাকা একটি গ্যাস ট্যাঙ্কারে বিস্ফোরণ। শনিবার সকালের এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাত জন। তাঁদের প্রত্যেককেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় ট্যাঙ্কারের ভিতর গ্যাস ছিল না। তাই প্রাণহানি বা বড়সড় ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে।

Advertisement

বিস্ফোরণের অভিঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে পাশে দাঁড়িয়ে থাকা একটি স্কুলবাস এবং দু’টি লরিও। তবে সেগুলির ভিতর কেউ না-থাকায় বড় বিপদ হয়নি বলে মনে করা হচ্ছে। শনিবার সকালে গ্যাস ট্যাঙ্কারে বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় ডেবরা থানার পুলিশ। এক পুলিশ আধিকারিক জানান, কী কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, শনিবার সকালে ডেবরায় ১৬ নম্বর জাতীয় সড়কের পাশে একটি গ্যারাজে মেরামতির কাজের জন্য দাঁড়িয়েছিল ট্যাঙ্কারটি। হঠাৎই বিকট আওয়াজ শোনা যায় ওই গ্যারাজে। স্থানীয়েরা গিয়ে দেখেন, ট্যাঙ্কারটি দুমড়েমুচড়ে গিয়েছে। তার পরেই আহতদের উদ্ধার করে দ্রুত মেদিনীপুর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement