Reservation In College admission

কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ওবিসি সংরক্ষণে প্রশ্ন

গত বছর যাদবপুর বিশ্ববিদ্যালয় কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের ওবিসি সংরক্ষণ নীতি বাতিলের পর ভর্তিরবিজ্ঞপ্তি দিয়েছিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মে ২০২৫ ০৬:৫৪
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

বিভিন্ন বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল একে একে প্রকাশ হচ্ছে। এর পরই শুরু হবে কলেজ, বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তির প্রক্রিয়া। কিন্তু উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি)পড়ুয়াদের সংরক্ষণে কোন সম্প্রদায়ের কারা অন্তর্ভুক্ত হবেন, সেই নিয়েসুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টে মামলা চলছে। এই পরিস্থিতিতে ভর্তি প্রক্রিয়া কী ভাবে হবে, সেই নিয়ে ইতিমধ্যেই অনগ্রসর শ্রেণিকল্যাণ দফতরের পরামর্শ চেয়েছে উচ্চশিক্ষা দফতর। পাশাপশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ও স্নাতক এবং স্নাতকোত্তরে ছাত্রছাত্রী ভর্তির পদ্ধতির বিষয়ে অনগ্রসর শ্রেণিকল্যাণ দফতরের পরামর্শ নিতেউদ্যোগী হয়েছে।

কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত বুধবার বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে, আইন ও ফুড অ্যান্ড নিউট্রিশন বিভাগ সহ স্নাতকের যে সব শাখায় সরাসরি ভর্তি নেওয়া হয়, সেখানে এবং স্নাতকোত্তরের সব বিভাগে ভর্তির ক্ষেত্রেওবিসি পড়ুয়াদের সংরক্ষণ কোন পদ্ধতিতে হবে, তা জানতে চেয়ে অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরে চিঠি দেওয়া হবে। গত বছর যাদবপুর বিশ্ববিদ্যালয় কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের ওবিসি সংরক্ষণ নীতি বাতিলের পর ভর্তিরবিজ্ঞপ্তি দিয়েছিল। শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পড়ুয়াদের থেকে এই বিষয়ে ডিক্লারেশন নিয়েভর্তি নেওয়া হয়। সূত্রের খবর, ইতিমধ্যেই ভর্তির ক্ষেত্রে ওবিসি সংরক্ষণ নিয়ে কী করণীয় তাজানতে চেয়ে অনগ্রসর শ্রেণি কল্যাণ এবং উচ্চ শিক্ষা দফতরে কর্তৃপক্ষের তরফে চিঠি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও কলা বিভাগের ভর্তি কমিটি স্নাতকে ভর্তি প্রক্রিয়া নিয়েবৈঠকও করেছে।

প্রসঙ্গত, গত বছর রাজ্যের অধিকাংশ কলেজ এবং বেশ কয়েকটি রাজ্য বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তি নেওয়া হয়েছে অভিন্নকেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে। এবারও তাই হবে। বিকাশ ভবন সূত্রের খবর, সেই পোর্টাল একেবারেই তৈরিরয়েছে। কবে তা চালু করা যাবে তা অনেকটাই নির্ভর করছে ওবিসি সংরক্ষণ নিয়ে স্পষ্ট মতামতজানার পরে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন