SFI

বৃত্তিতে ‘বঞ্চনা’, মোদীকে চিঠি

সংগঠনের সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য, সভাপতি আদর্শ এম সাজি সোমবার ওই চিঠিতে দাবি করেছেন, প্রতি বছর দেশের ১২৫ জন নির্বাচিত পড়ুয়াকে ওই বৃত্তি দেওয়া হয়। কিন্তু এই বছর ৬০%-এর বেশি যোগ্য পড়ুয়াকে তহবিলে ঘাটতির কথা জানিয়ে ওই বৃত্তি দেওয়া হচ্ছে না।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৫ ০৯:৩১
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

তফসিলি জাতি-জনজাতি ও কৃষি-মজুরদের সন্তানদের জন্য ‘ন্যাশনাল ওভারসিজ় বৃত্তি’ দেওয়ার ক্ষেত্রে বঞ্চনা হচ্ছে, এই অভিযোগ তুলে এবং নিয়ম মেনে ফের সার্বিক ভাবে তা চালু করার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিল সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই। সংগঠনের সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য, সভাপতি আদর্শ এম সাজি সোমবার ওই চিঠিতে দাবি করেছেন, প্রতি বছর দেশের ১২৫ জন নির্বাচিত পড়ুয়াকে ওই বৃত্তি দেওয়া হয়। কিন্তু এই বছর ৬০%-এর বেশি যোগ্য পড়ুয়াকে তহবিলে ঘাটতির কথা জানিয়ে ওই বৃত্তি দেওয়া হচ্ছে না। এর ফলে পড়ুয়ারা বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে সমস্যায় পড়ছেন। সৃজনদের বক্তব্য, ‘এই ঘটনা দেশের তফসিলি জাতি-জনজাতি পড়ুয়াদের প্রতি চরম অবিচার।’ বিষয়টিকে তাঁরা শিক্ষার অধিকারের উপরে আঘাত ও বঞ্চনা বলেও সরব হয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন