Shatabdi roy

দিল্লি যাচ্ছেন না, অভিষেকের সঙ্গে বৈঠকের পর ‘সন্তুষ্ট’ শতাব্দী বললেন

আগামিকাল শনিবার দিল্লি যাবেন না। তিনি যে তৃণমূলেই আছেন, সে কথাও জোর দিয়ে বলেছেন বীরভূমের সাংসদ।

Advertisement

নিজস্ব সংবাদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২১ ২১:৩০
Share:

বৈঠক থেকে বেরিয়ে শতাব্দী রায় ও কুণাল ঘোষ। নিজস্ব চিত্র

সমস্যা মিটেছে। শুক্রবার রাতে দলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর এমনটাই জানালেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। নিজের সমস্যার কথা অভিষেককে জানানোয় তিনি তা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন বলে দাবি তাঁর। একই সঙ্গে শতাব্দী জানিয়েছেন, আগামিকাল শনিবার আর দিল্লি যাচ্ছেন না। তিনি যে তৃণমূলেই আছেন, সে কথাও জোর দিয়ে বলেছেন বীরভূমের সাংসদ।

Advertisement

অভিষেকের সঙ্গে বৈঠকের পর শতাব্দী যে সন্তুষ্ট সে কথা নিজেই জানিয়েছেন। তাঁর কথায়, ‘‘আমার যা কথা ছিল, যে অভিযোগ ছিল, যে সমস্যা ছিল, তা আমি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছি। ওঁর সঙ্গে আলোচনা করেছি। উনি প্রতিশ্রুতি দিয়েছেন সমস্যাগুলো সমাধান হবে। আমি তাতেই বিশ্বাস করছি।’’ একই সঙ্গে তিনি বলেন, ‘‘আগামিকাল আমি দিল্লি যাচ্ছি না। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য দলে এসেছিলাম। ওঁর জন্যই আছি। যাঁরা তৃণমূলকে ভালবাসেন, তাঁদের সকলে দলের সঙ্গেই আছেন।’’

বৃহস্পতিবার সন্ধ্যায় ‘শতাব্দী রায় ফ্যানস ক্লাব’-এর ফেসবুক পেজে শতাব্দীর নামে একটি বয়ান প্রকাশিত হয়। সেখানেই তিনি জানান, নতুন কোনও সিদ্ধান্ত নিলে তা আগামী ১৬ জানুয়ারি, শনিবার দুপুর ২টোয় জানাবেন। তিনি বিজেপি-তে যোগ দেবেন কি না, তা নিয়ে মন্তব্য না করলেও অমিত শাহের সঙ্গে দেখা করার প্রসঙ্গে শতাব্দী বলেন, ‘‘পরিচিত মানুষের সঙ্গে দেখা হতেই পারে।’’ এর পরেই জল্পনা শুরু হয় তাঁর দলত্যাগ নিয়ে।

Advertisement

পরিস্থিতি আঁচ করে মাঠে নামেন তৃণমূল নেতৃত্ব। শুক্রবার গোটা দিনই শতাব্দীকে একের পরে এক তৃণমূল নেতা ফোন করেন। দলের মুখপাত্র কুণাল ঘোষ যান শতাব্দীর বাড়িতে। তার পরেই সন্ধ্যায় অভিষেকের সঙ্গে বৈঠকে বসেন তিনি। কুণালের সঙ্গেই অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে যান। বৈঠকে আগাগোড়া ছিলেন কুণাল। পরে তিনি বলেন, ‘‘শতাব্দী সারা ক্ষণ সহযোগিতা করেছেন। সব সমস্যার কথা খুলে বলেছেন। নিজে দলে তো আছেনই, যাঁরা দলত্যাগ করার কথা ভাবছেন, তাঁদেরও দলে থাকার আহ্বান জানিয়েছেন। দায়িত্বশীল নেতার ভূমিকা পালন করেছেন অভিষেক।’’

আরও পড়ুন:শতাব্দীকে নিয়ে অভিষেকের অফিসে কুণাল, মান ভাঙাতে বৈঠক

আরও পড়ুন: শতাব্দীকে আটকাতে তৎপর তৃণমূল, ফোন করতে পারেন মমতা, বললেন সৌগত

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন