siliguri

পথ দুর্ঘটনায় মৃত্যু শিলিগুড়ির বিজেপি জেলা সভাপতি অভিজিৎ রায়চৌধুরীর

শুক্রবারই বিজেপি নতুন করে ২৪ জন জেলা সভাপতি নির্বাচন করে। ছ’টি জেলায় জেলা সভাপতি পরিবর্তন করা হয়। অভিজিৎ এর আগেও শিলিগুড়ির জেলা সভাপতির দায়িত্বে ছিলেন। নতুন মেয়াদে দায়িত্ব পাওয়ার দিনই এল দুঃসংবাদ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৯ ১০:১২
Share:

অভিজিৎ রায়চৌধুরী। ছবি: সোশ্যাল মিডিয়া

পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন শিলিগুড়ির বিজেপি জেলা সভাপতি অভিজিৎ রায়চৌধুরী। শুক্রবার রাতে কলকাতা থেকে শিলিগুড়ি ফেরার পথে ঘটে দুর্ঘটনা। রাজ্য বিজেপি-র সাধারণ সম্পাদক তথা উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক রাজু বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বহরমপুরের কাছে অভিজিতদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পিছনে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই প্রাণ হারান অভিজিৎ। গাড়িতে তাঁর সঙ্গে যাঁরা ছিলেন, তাঁরা নিরাপদেই আছেন।

Advertisement

শুক্রবারই বিজেপি নতুন করে ২৪ জন জেলা সভাপতি নির্বাচন করে। ছ’টি জেলায় জেলা সভাপতি পরিবর্তন করা হয়। অভিজিৎ এর আগেও শিলিগুড়ির জেলা সভাপতির দায়িত্বে ছিলেন। নতুন মেয়াদে দায়িত্ব পাওয়ার দিনই এল দুঃসংবাদ।

রাজু জানান, বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) সুব্রত চট্টোপাধ্যায় বারবার শুক্রবার রাতে অভিজিৎকে গাড়িতে ফিরতে নিষেধ করেছিলেন। কিন্তু ট্রেনের টিকিট না থাকায় সড়কপথেই রওনা দেন অভিজিৎ। কিন্তু নতুন মেয়াদের দায়িত্ব পেয়ে তাঁর আর ফেরা হল না গন্তব্যে। তরুণ নেতার অকালমৃত্যুতে শোকের ছায়া রাজ্য বিজেপিতে।

Advertisement

আরও পড়ুন: কলকাতা থেকে পালানো ঢাকার কুখ্যাত ডনই কি কানাডার বিখ্যাত ব্যবসায়ী! সন্দেহ দানা পাকতেই ‘ভ্যানিশ’ তারেক

আরও পড়ুন: পেয়াঁজ আগুন কেন, কেন্দ্রকে প্রশ্ন মমতার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন