আজ থেকে মেট্রো চ্যানেলে ধর্নায় বসছেন শিলিগুড়ির মেয়র অশোক

বৃহস্পতিবার বিধানসভায় স্থায়ী কমিটির চেয়ারম্যানদের বৈঠকেও সিপিএমের এই বিধায়ক শিলিগুড়ির এলাকা উন্নয়নে বঞ্চনার অভিযোগ তুললেন রাজ্য সরকারের বিরুদ্ধে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ মার্চ ২০১৯ ০০:১৯
Share:

অশোক ভট্টাচার্য। —ফাইল চিত্র।

শিলিগুড়ি পুরনিগমের ‘ন্যায্য পাওনা’ আদায়ের দাবিতে আজ, শুক্রবার ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসছেন শিলিগুড়ির মেয়র তথা বিধায়ক অশোক ভট্টাচার্য। তার আগে বৃহস্পতিবার বিধানসভায় স্থায়ী কমিটির চেয়ারম্যানদের বৈঠকেও সিপিএমের এই বিধায়ক শিলিগুড়ির এলাকা উন্নয়নে বঞ্চনার অভিযোগ তুললেন রাজ্য সরকারের বিরুদ্ধে।

Advertisement

বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে অশোকবাবুর সঙ্গেই ফরাক্কার কংগ্রেস বিধায়ক মইনুল হক অভিযোগ জানালেন, তাঁর এলাকায় একটি শববাহী গাড়ি তৈরি থাকলেও, সরকারি অসহযোগিতায় সেটিকে কাজে ব্যবহার করা যাচ্ছে না। বিরোধী শিবিরের এই অভিযোগ শুনে স্পিকার বিষয়টি মিটিয়ে নেওয়ার নির্দেশ দেন। পরে পরিষদীয় মন্ত্রী পার্থবাবু বলেন, ‘‘অভিযোগ শুনেছি।

বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’ স্থায়ী কমিটির বিষয়ে বাইরে আলোচনা না করার জন্য অশোকবাবুকে অনুরোধ করেছেন স্পিকার।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন