Firhad Hakim

Firhad Hakim: ভবানীপুর তো হল, রাজ্যের সব পুরভোট কবে? প্রশ্নের মুখে ফিরহাদ হাকিম

শনিবার কলকাতা পুরসভার প্রশাসক কথা পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমকে পুরভোট নিয়ে একঝাঁক প্রশ্নের মুখে পড়তে হল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২১ ১৮:১৮
Share:

ফিরহাদ হাকিম। ফাইল চিত্র

ভবানীপুর বিধানসভা উপনির্বাচনের দিনক্ষণ কমিশন ঘোষণা করতেই ফের দাবি উঠল পুরভোটের। শনিবার কলকাতা পুরসভার প্রশাসক কথা পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমকে পুরভোট নিয়ে একঝাঁক প্রশ্নের মুখে পড়তে হয়। প্রশ্ন ওঠে, ভবানীপুর তো হল, রাজ্যের সব পুরভোট কবে হবে? এমন প্রশ্নের জবাবে কলকাতার প্রাক্তন মেয়র বলেন, ‘‘পুরভোট অবশ্যই হবে। যথাযথ ব্যবস্থা করেই তা হবে। কিন্তু ভবানীপুরে উপনির্বাচন অত্যন্ত জরুরি ছিল। কারণ, সাংবিধানিক পদ ছ’মাসের বেশি ফাঁকা রাখা যায় না।’’ তিনি আরও বলেন, ‘‘আমি ভবানীপুরের ভোটার, আমার কোনও জনপ্রতিনিধি নেই। এটা হতে পারে না।’’ সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ ভবানীপুর-সহ সামসেরগঞ্জ ও জঙ্গিপুরে ভোট হবে। ফলাফল ঘোষণা ৩ অক্টোবর।

Advertisement

আর রাজ্যের ১১৭টি পুরসভায় ভোট বকেয়া রয়ে গিয়েছে। ফিরহাদ বলেছেন, ‘‘এটা নিশ্চিতভাবে বলা যায়, পুরভোট করানো হবে। নির্দিষ্ট সময় পুরভোট করানো যায়নি, কারণ সেই সময় কলকাতা পুরসভা এলাকায় মহামারির পরিবেশ ছিল। আর যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে এল, তখন বিধানসভা নির্বাচন ছিল।’’ তবে বর্তমানে রাজ্যের করোনা পরিস্থিতি কিছুটা হলেও আয়ত্তে এসেছে বলেই মত প্রকাশ করেছেন তিনি। তাই রাজ্য নির্বাচন কমিশন এ বিষয়ে সঠিক পদক্ষেপ করবে বলেই মত প্রকাশ করেছেন ফিরহাদ। পুরভোটের দাবি তুলেসিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘‘আমরা চেয়েছিলাম সময়মতো নির্বাচন হোক। সময়মতো উপনির্বাচন তো হচ্ছে। কিন্তু তিন বছর ধরে আটকে থাকা পুরভোটগুলি কবে হবে?’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন