বিজেপি থেকে কংগ্রেসে ফিরলেন সুদীপ্তা রায়চৌধুরী। বিধান ভবনে। —নিজস্ব চিত্র।
বিজেপি ছেড়ে তাঁর পুরনো দল কংগ্রেসে ফিরলেন সমাজকর্মী সুদীপ্তা রায়চৌধুরী। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের উপস্থিতিতে শনিবার দলের রাজ্য দফতর বিধান ভবনে এসে সুদীপ্তা দলবদল করলেন। তিনি বলেছেন, “দেখলাম হাজার অনুরোধ সত্ত্বেও আর জি কর-কাণ্ডে নিহতের পরিবারের সঙ্গে দেখা করলেন না স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আবার প্রমাণিত হল, বিজেপি ও আরএসএসের পালিতা কন্যা মমতা বন্দ্যোপাধ্যায়। তাই দুর্বৃত্তায়নের বিরুদ্ধে লড়তে হলে আর বিজেপিতে থাকা যাবে না।” আর শুভঙ্কর বলেছেন, “রাজ্য ও দেশে যে ভাবে নারীর অসম্মান হচ্ছে, তাতে সুদীপ্তার মনে হয়েছে কংগ্রেসই একমাত্র মঞ্চ, যেখানে থেকে তিনি প্রতিরোধকে পূর্ণাঙ্গ রূপ দিতে পারবেন।”
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে