SSC Job Loss Teachers' Protest

আলোচনায় বসতে চাই! মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রীকে খোলা চিঠি চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের সংগঠনের

সোমবার মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে ইমেল মারফত চিঠি পাঠিয়েছিলেন সংগঠনের সদস্যেরা। সেই চিঠির জবাব না মেলায় মঙ্গলবার খোলা চিঠি পাঠিয়েছেন তাঁরা। পরীক্ষা ছাড়া তাঁদের যাতে চাকরিতে বহাল করা হয়, সেই নিয়ে আলোচনা চাইছেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মে ২০২৫ ২০:০৭
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি আন্দোলনকারী শিক্ষকদের। — ফাইল চিত্র।

আলোচনায় বসতে চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে খোলা চিঠি দিল চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের সংগঠন ‘যোগ্য শিক্ষক চাকরিহারা মঞ্চ’। বিকাশ ভবনের সামনে ওই সংগঠনের সদস্যদের অবস্থান ১৪ দিনে পা দিয়েছে। তাদের তরফে জানানো হয়েছে, সোমবার মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে ইমেল মারফত চিঠি পাঠিয়েছিলেন সদস্যেরা। সেই চিঠির জবাব না মেলায় মঙ্গলবার খোলা চিঠি পাঠিয়েছেন তাঁরা। পরীক্ষা ছাড়া তাঁদের যাতে চাকরিতে বহাল করা হয়, সেই নিয়ে আলোচনা চাইছেন তাঁরা।

Advertisement

‘যোগ্য শিক্ষক চাকরিহারা মঞ্চ’-এর সদস্য সঙ্গীতা সাহা বলেন, ‘‘সোমবার রাতে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে ইমেল মারফত আলোচনা চেয়ে চিঠি পাঠিয়েছিলাম। কিন্তু কোন‌ও উত্তর না পাওয়ায় আজ আমরা খোলা চিঠি জমা দিয়েছি।’’ তাঁরা আশাবাদী যে, মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী তাঁদের সঙ্গে আলোচনা করবেন। সঙ্গীতা এ-ও জানিয়েছেন যে, তাঁরা আন্দোলন করলেও বার বার আলোচনা চেয়েছেন। সাড়ে চার বছরের মেয়েকে নিয়ে ১৭ মে থেকে বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করছেন চাকরিহারা শিক্ষক অপর্ণা বিশ্বাস। তিনি শিলিগুড়ির বাসিন্দা। অপর্ণা বলেন, ‘‘আমরা চাই, সরকার আমাদের সঙ্গে বসে আলোচনা করুক। সেটাই ওরা করছে না। তাই আমরা মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে খোলা চিঠি দিয়েছি।’’

বিকাশ ভবনের সামনে অবস্থানকারীদের দাবি, পরীক্ষা ছাড়াই তাঁদের পূর্বপদে বহাল করুক রাজ্য সরকার। এই নিয়ে ১৪ দিন ধরে অবস্থান বিক্ষোভ করছেন তাঁরা। অন্য দিকে, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সোমবার দাবি করেছেন, চাকরিহারা শিক্ষকদের একটি সংগঠন সরকারের আইনি পদক্ষেপকে সমর্থন করছে। ‘ওয়েস্ট বেঙ্গল আনটেন্টেড টিচার্স অ্যাসোসিয়েশন’ নামে ওই সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন আড়াই হাজার জন শিক্ষক-শিক্ষিকা। তাঁরা চিঠিও দিয়েছেন তাঁকে। ওই সংগঠন প্রসঙ্গে ‘যোগ্য শিক্ষক চাকরিহারা মঞ্চ’-এর সদস্য সঙ্গীতা বলেন, ‘‘ওরা সংখ্যায় মাত্র আড়াই হাজার। কোথায় কী বলল, তাতে কিছু আসে যায় না। আমরা ১৫,৪০৩ জন চাকরি ফেরতের দাবিতে আন্দোলন করছি। আমরা নতুন করে কোনও পরীক্ষা দেব না। এখন আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা চাইছি।’’

Advertisement

‘ওয়েস্ট বেঙ্গল আনটেন্টেড টিচার্স অ্যাসোসিয়েশন’-এর এক সদস্য জানান, তাঁদের দাবিও একই। পরীক্ষা তাঁরাও দিতে নারাজ। আর এই বিষয়েই তাঁরা সরকারের সাহায্য চাইছেন। ওই সদস্য বলেন, ‘‘আমরা চেষ্টা করছি, প্যানেলে সব যোগ্যদের চাকরি যাতে বেঁচে যায়। পরীক্ষা আমরা দেব না। রিভিউ থেকে সরকারের সাহায্য চাইছি।’’ এর পরেই ওই সংগঠনের সদস্যেরা জানান, শিক্ষামন্ত্রীকে তাঁদের লেখা চিঠি ‘অন্য ভাবে’ উপস্থাপন করা হচ্ছে। এক সদস্যের কথায়, ‘‘চিঠিতে যা ছিল, উপস্থাপন করা হচ্ছে অন্য ভাবে। আমরা ১৩ হাজারের বেশি শিক্ষকের প্রতিনিধিত্ব করছি। অনেকেই ভুল বুঝছেন। আমাদের সংগঠনে অযোগ্যেরা নেই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement