WBBSE Schools

স্কুলের ছুটিতে অনেক বদল, ভোট-বছরে গরমের ছুটির রুটিনে জেলা অনুযায়ী পরিবর্তন ঘোষণা পর্ষদের

১৯ এপ্রিল থেকে দেশে লোকসভা ভোট শুরু। প্রথম দফায় রাজ্যে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি কেন্দ্রে ভোট রয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেই কারণে ওই তিন জেলায় কত দিন বন্ধ স্কুল।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৪ ১৫:১৩
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

রাজ্যে সাত দফায় হতে চলেছে লোকসভা নির্বাচন। বেশির ভাগ স্কুলেই চলবে ভোটগ্রহণ। সে কারণে নির্ধারিত গরমের ছুটির আগেই বেশ কিছু স্কুল বন্ধ রাখা হচ্ছে। সেই নিয়ে সোমবার বিজ্ঞপ্তি জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। সেখানে জানানো হল, ভোটের কারণে কোন জেলায় কখন ছুটি দেওয়া হবে।

Advertisement

১৯ এপ্রিল থেকে দেশে লোকসভা ভোট শুরু। প্রথম দফায় রাজ্যে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি কেন্দ্রে ভোট রয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেই কারণে ওই তিন জেলায় ১৬ এপ্রিল, মঙ্গলবার থেকে ২০ এপ্রিল, শনিবার পর্যন্ত বন্ধ থাকছে স্কুল। ২৬ এপ্রিল, দ্বিতীয় দফায় ভোট রয়েছে দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট কেন্দ্রে। সে কারণে ২৪ এপ্রিল, বুধবার থেকে ২৭ এপ্রিল শনিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের স্কুলগুলি বন্ধ রাখা হবে। ২০২৪ সালের ৬ মে থেকে রাজ্যের সমস্ত সরকারি স্কুলে গরমের ছুটি শুরু হবে। শেষ হবে ২ জুন।

লোকসভা ভোট শেষ হবে ১ জুন। ভোটের ফলাফল ঘোষণা করা হবে ৪ জুন। গরমের ছুটি শেষ হতে চলেছে ২ জুন। গত বছর তাপপ্রবাহের কারণে রাজ্যের সরকারি স্কুলগুলিতে নির্ধারিত সময়ের আগেই গরমের ছুটি ঘোষণা করেছিল রাজ্য সরকার। ২০২৩ সালের ২৪ মে থেকে সরকারি স্কুলগুলিতে ছুটি পড়ার কথা থাকলেও তীব্র গরমের কারণে ২ মে ছুটি এগিয়ে নিয়ে যাওয়া হয়। মুখ্যমন্ত্রী সেই ছুটির কথা ঘোষণা করেছিলেন। সেই সময় সরকারের নির্দেশিকায় বলা হয়েছিল, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্কুল বন্ধই থাকবে। পরে ১৫ জুন পর্যন্ত রাজ্যে গরমের ছুটি ঘোষণা করা হয়। এ বার ৬ মে থেকেই রাজ্যের সরকারি স্কুলগুলিতে চালু হচ্ছে গরমের ছুটি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন