সময় পার, বোর্ড গড়া হয়নি সব পঞ্চায়েতে

সাত মাস আগে শেষ হয়েছে পঞ্চায়েত ভোট। বোর্ড গঠনের নির্ধারিত সময়সীমাও পেরিয়েছে কয়েক মাস আগে। কিন্তু এখনও সব ক’টি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন হয়নি। বাকি রয়েছে চারটি পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনও।

Advertisement

প্রদীপ্তকান্তি ঘোষ

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮ ০৪:১৩
Share:

সাত মাস আগে শেষ হয়েছে পঞ্চায়েত ভোট। বোর্ড গঠনের নির্ধারিত সময়সীমাও পেরিয়েছে কয়েক মাস আগে। কিন্তু এখনও সব ক’টি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন হয়নি। বাকি রয়েছে চারটি পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনও। বিরোধীদের অভিযোগ, তাঁরা যাতে ক্ষমতা দখল করতে না পারেন, সেই জন্যই জেলা প্রশাসনকে কাজে লাগিয়ে বোর্ড গঠন স্থগিত রেখেছে শাসক দল। সেই অভিযোগ উড়িয়ে পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, ‘‘বোর্ড গঠনের বিজ্ঞপ্তি পঞ্চায়েত দফতর জারি করে। তা বাস্তবায়িত করে জেলা প্রশাসন। কেন বোর্ড গঠন হয়নি, তা জেলা প্রশাসন বলতে পারবে।’’

Advertisement

সুপ্রিম কোর্টের নির্দেশে বন্ধ ছিল বিনা ভোটে জেতা পঞ্চায়েতগুলিতে বোর্ড গঠন। তাই প্রথমে মামলার আওতায় না-থাকা বোর্ডগুলি গঠনের জন্য বিজ্ঞপ্তি জারি করে পঞ্চায়েত দফতর। মামলার নিষ্পত্তির পরে বাকি বোর্ডগুলি গঠনের বিজ্ঞপ্তি জারি হয়। সময়সীমা পেরোনোর পরেও ৩২০৭টি পঞ্চায়েতের মধ্যে প্রায় ৯০টি এবং ৩৩০টি পঞ্চায়েত সমিতির মধ্যে ১০টি বোর্ড গঠন করা যায়নি। সম্প্রতি ফের বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হয়। তার পরেও ২৭টি পঞ্চায়েত ও ৪টি পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন বাকি। পঞ্চায়েত দফতর সূত্রে খবর, বোর্ড গঠনের জন্য সময় চেয়েছিল জেলা প্রশাসন। সময় দিলেও সময়সীমা বাঁধেনি দফতর।

সর্বাধিক বোর্ড গঠন থমকে পুরুলিয়ায়— ১০টি বোর্ড গড়া যায়নি। স্থগিত দু’টি পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনও। এ বার সেখানে শক্তি বাড়িয়েছে বিজেপি। দলের রাজ্য সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ভোটই কার্যত হয়নি। যেখানে মানুষ বিরোধীদের জয়ী করেছেন, সেখানে জোর করে বোর্ড গঠন আটকে রাখা হয়েছে।’’ বোর্ড গঠন স্থগিত পশ্চিম মেদিনীপুর, দুই ২৪ পরগনা, নদিয়া, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানেও। পশ্চিম মেদিনীপুরে একটি এবং কোচবিহারে একটি পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন বাকি। এই দুই জেলাতেও তাঁদের উপস্থিতি ভাল বলে দাবি বিজেপি নেতাদের।

Advertisement

বিরোধীদের অভিযোগ, তাঁদের নির্বাচিত প্রতিনিধিদের ভয় দেখিয়ে দলে যোগ দিতে বাধ্য করছে তৃণমূল। উত্তর ২৪ পরগনার আমডাঙায় স্থগিত থাকা তিনটি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের দাবিতে মঙ্গলবার শহরে মিছিল করে বামেরা। স্থানীয় সিপিএম নেতা তথা উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদকমণ্ডলী সদস্য আহমেদ আলি খানের বক্তব্য, ‘‘আমডাঙার পঞ্চায়েত সদস্যদের কিনতে চেয়েও পারেনি শাসক দল। তাই সেখানে বোর্ড গঠন স্থগিত রাখা হয়েছে। আমরাই ওখানে বোর্ড গঠন করব।’’ তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য, ‘‘কেউ যদি জিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শামিল হতে চান, তাঁকে কি বারণ করব! বলব আসবেন না!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন