ঠান্ডায় কাবু, নার্সিং হোমে সোমেন

কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর সঙ্গে বৈঠকের অপেক্ষায় চার দিন দিল্লিতে কাটিয়ে ঠান্ডায় কাহিল সোমেন মিত্র।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮ ০০:১৩
Share:

বৃহস্পতিবার নার্সিং হোম থেকে ছেড়ে দেওয়া হতে পারে সোমেনবাবুকে।

কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর সঙ্গে বৈঠকের অপেক্ষায় চার দিন দিল্লিতে কাটিয়ে ঠান্ডায় কাহিল সোমেন মিত্র।

Advertisement

সর্দি জমে গিয়ে পরিস্থিতি সঙ্গিন হওয়ায় কলকাতায় ফিরে নার্সিং হোমে ভর্তি হতে হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতিকে। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি নার্সিং হোমে এখন অবশ্য আগের চেয়ে সুস্থ তিনি।

কংগ্রেস সূত্রের খবর, জমে যাওয়া কফ বার করা হয়ে গেলে কাল, বৃহস্পতিবার নার্সিং হোম থেকে ছেড়ে দেওয়া হতে পারে সোমেনবাবুকে। তাঁকে সাক্ষাতের সময়ে দিয়ে রাহুল চলে গিয়েছিলেন শিমলা।

Advertisement

শীত মোকাবিলার পর্যাপ্ত ব্যবস্থা না নিয়েই দিল্লিতে চার দিন কাটাতে গিয়ে ঠান্ডা লেগে গিয়েছে সোমেনবাবুর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement